Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

অর্ধশতাধিক মেক্সিকান রাজনীতিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ডেস্ক সংবাদ

মেক্সিকোর কমপক্ষে ৫০ জন রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার যুক্তরাষ্ট্রে ভিসা বাতিল করেছে ওয়াশিংটন, দুই মেক্সিকান কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। এটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সম্ভাব্য রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কয়েকটি ভিসা বাতিল বিষয়টি আগেই প্রকাশ্যে এসেছে; তবে রয়টার্সের তদন্তে দেখা গেছে এবারের ভিসা বাতিলের পরিসর পূর্বের তুলনায় কতোটা বেশি তা উল্লেখযোগ্য। তিনজন প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, পূর্বের প্রশাসনও সময়ের সময় ভিসা বাতিল করত—তবে এত বড় সংখ্যায় নয়। তাদের মতে, এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করে নীতিগত লক্ষ্য হাসিলের ইঙ্গিত দেয়।

২০১১–২০১৫ সাল পর্যন্ত মেক্সিকোতে দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত টনি ওয়েন বলেন, ট্রাম্প প্রশাসন মেক্সিকোর ওপর চাপ বাড়ানোর নতুন উপায় খুঁজছে। ভিসা বাতিলের এই ধারা মেক্সিকোর রাজনৈতিক অভিজাতদের মধ্যে নীরব আতঙ্ক তৈরি করেছে; এইরা নিয়মিত যুক্তরাষ্ট্র সফর করে এবং তাদের জন্য ভিসা জরুরি।

একজন প্রবীণ মেক্সিকান রাজনীতিবিদ বলেন, ক্ষমতাসীন মোরেনা দলের ৫০ জনেরও বেশি রাজনীতিবিদসহ অন্যান্য দলগুলোর কয়েক ডজন কর্মকর্তার ভিসা বাতিল হয়েছে। এই সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছে। রয়টার্স এখনও ওই সব নাম স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি; এখন পর্যন্ত মাত্র চার ব্যক্তি প্রকাশ্যে ভিসা হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন—তাদের মধ্যে বাজা ক্যালিফোর্নিয়ার গভর্নর মারিনা দেল পিলার আভিলাও রয়েছেন, যদিও তিনি মাদকসংক্রান্ত কোনো অপরাধের সঙ্গে নিজের সম্পর্ক অস্বীকার করেছেন।

মার্কিন প্রশাসন সাধারণত কাউকে ভিসা বাতিল করলে তার ব্যাখ্যা দেওয়ার বাধ্যবাধকতা রাখে না; ওয়াশিংটন বিদেশি ব্যক্তিদের দায়ে নিষেধাজ্ঞা আরোপ বা মামলা চালানো ছাড়াও ভিসা বাতিলের কর্মবিধি বেশি ব্যবহার করে থাকতে পারে।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_6
শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিরত থাকতে বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ
শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিরত থাকতে বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ
Screenshot_4
মিরসরাইয়ে প্রাইভেটকারে করে গরু চুরি
মিরসরাইয়ে প্রাইভেটকারে করে গরু চুরি
6db0b68a-01d1-462f-a056-b5595f024dca
বিশ্বজুড়ে দর্শকের আস্থায় ইউকে বাংলা লাইভ নিউজ
বিশ্বজুড়ে দর্শকের আস্থায় ইউকে বাংলা লাইভ নিউজ
probashi-768x445
স্ত্রীর আচরণে যুক্তরাজ্য প্রবাসী স্বামীর হয়রানির অভিযোগ
স্ত্রীর আচরণে যুক্তরাজ্য প্রবাসী স্বামীর হয়রানির অভিযোগ
Screenshot_3
মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে বেলজিয়াম
মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে বেলজিয়াম
Screenshot_2
স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ, আদালতে জবানবন্দি
স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ, আদালতে জবানবন্দি

সম্পর্কিত খবর