সিলেটের ফেঞ্চুগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সুইচিং কন্ট্রোল রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই আগুন লাগার পরপরই আশপাশের পাঁচ উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয়দের বর্ণনায়, রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা কন্ট্রোল রুম থেকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই অন্ধকারে তলিয়ে যায় পুরো এলাকা। আতঙ্কে ও দুর্ভোগে রাত কাটান হাজারো মানুষ।
ঘটনাস্থল ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ী এলাকায় অবস্থিত কন্ট্রোল রুমে আগুন লাগার পর ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
ফলে ফেঞ্চুগঞ্জ উপজেলা পুরোপুরি, এবং ওসমানীনগর, রাজনগর, গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামসুল ইসলাম জানান, “আগুন নিয়ন্ত্রণে এলেও কন্ট্রোল রুমের বহু যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। ফলে এখন পাঁচ উপজেলা বিদ্যুৎহীন রয়েছে। দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে।”
এই বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে।






