বাংলাদেশে চলমান গুম, খুন, ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে এবং মানবাধিকার রক্ষার দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার সংগঠন “ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ”–এর আয়োজনে গত বুধবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এই কর্মসূচি হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ এবং পরিচালনা করেন সেক্রেটারি আল জাবের আহমেদ রুম্মান।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী বদরুদ্দোজা আকাশ, হুসাইন আহমেদ, মোহাম্মদ আরিফুল ইসলাম, আক্তার হোসেন, হোসেন মুন্না, আবুল মনজুর মিজান, মো. কবির হোসেন, এমরান উদ্দিন, সৈয়দ কারিম রায়হান, জুবায়ের আহমদ সানি, মোহাম্মদ নাজিম, শরীফ আলম, কাওছার আহমেদ এবং হাসান আহমদ।
বক্তারা বলেন, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা, গুম এবং ধর্ষণের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী মত দমন ও দমন-পীড়নে ব্যস্ত, আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ।
তারা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ এখন ক্ষমতা রক্ষার নামে সহিংসতা, চাঁদাবাজি ও দমননীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। বিরোধী দল ও মতাবলম্বীদের হয়রানি এবং প্রশাসনিক সহায়তায় দমন করা হচ্ছে—যা গণতান্ত্রিক সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।
বক্তারা দাবী জানান, অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে একটি সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। সেইসঙ্গে দেশের চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।






