ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক স্থানীয় বিএনপি নেতাকে নির্যাতনের পর হাত-পা বেঁধে কবরস্থানে ফেলে রাখার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
ঘটনার শিকার জাকির হোসেন স্থানীয় দরিয়াদৌলত ৯ নম্বর ওয়ার্ড (কালাইনগর) বিএনপির সাবেক সভাপতি এবং একজন মৎস্যজীবী। মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পরিবারের দাবি, সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে জাকির হোসেন নদীতে মাছ ধরতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও শিক্ষক জসীম মাস্টার এবং তার সঙ্গে থাকা আরও কয়েকজন তাকে পথরোধ করে। তারা তাকে বেধড়ক মারধরের পর হাত, পা ও মুখ বেঁধে কালাইনগর কবরস্থানে ফেলে রেখে যায়।
জাকির হোসেনের পুত্রবধূ আরজিনা আক্তার বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর থানায় জসীম মাস্টারকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত জসীম মাস্টারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুছা বলেন, “জাকির হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আসছেন। আওয়ামী লীগ নেতা জসীম মাস্টার এর আগেও তাকে হুমকি ও হামলার মুখে ফেলেছেন। আমরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।”