ভারতের বিহার রাজ্যের ভোজপুর জেলার কৌলোদিহারি গ্রামে এক শিঙাড়াকে কেন্দ্র করে ঝগড়ার ঘটনায় ৬৫ বছর বয়সী চন্দ্রমা যাদব নামের এক কৃষকের প্রাণহানি ঘটেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একটি শিশু শিঙড়া কিনতে গিয়ে অন্য কয়েক শিশুর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এই সময় শিশুটির শিঙাড়া ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয়। বিষয়টি জানতে পেরে চন্দ্রমা যাদব ঘটনাস্থলে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন।
কিন্তু কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক নারী তলোয়ার নিয়ে এসে যাদবের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে পাটনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ হত্যার মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত নারী পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।