কামরাঙ্গীরচর, ঢাকা: সাবলেট হিসেবে ওঠা এক দম্পতি চার বছর বয়সী শিশু আব্দুল হাদি নূরকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসছিল। তবে দুই দিনের অভিযান শেষে পুলিশ তাদের গ্রেপ্তার করে শিশুটিকে অক্ষত উদ্ধার করেছে।
স্থানীয়রা জানায়, ফয়সাল ও কাকলী নামের ওই দম্পতি গত ১৫ দিন আগে কামরাঙ্গীরচরের আলীনগর এলাকায় একটি বাসায় সাবলেট হিসেবে ওঠে। শিশুর সঙ্গে সখ্য গড়ে তারা সুযোগ বুঝে তাকে অপহরণ করে। পরে বিভিন্ন আবাসিক হোটেলে শিশুটিকে আটকে রেখে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
শিশুর মা অপহরণের পর কয়েক হাজার টাকা পাঠানোর পরও সন্তান ফিরে না পাওয়ায় পুলিশে অভিযোগ করেন। তথ্য প্রযুক্তির সাহায্যে মিরপুর থেকে শিশুটি উদ্ধার করা হয়। অপহরণকারী দম্পতিকে আটক করে পুলিশ। তাদের কাছে ১৫-২০টি সিম কার্ড পাওয়া গেছে, যা মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহ করছে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, সাবলেট নেওয়ার আগে ভাড়াটিয়াদের পরিচয়পত্র ও পেশা যাচাই করার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।