Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বীমার টাকা নিতে পুড়িয়ে দিলেন গাড়ি

ডেস্ক সংবাদ

বীমার টাকা হাতানো হবে বলে নিজের পোরশে ৯১১ পুড়িয়ে দিলেন ব্রাজিলিয়ান — সিসিটিভি সব ফাঁস করে দিয়েছে।

এক ব্রাজিলিয়ান ব্যক্তি বীমা নিয়ে প্রতারণা করতে নিজের বিলাসবহুল পোরশে ৯১১ গাড়িটিতে আগুন জ্বালানোর নায়ক হন — কিন্তু পুরো কাণ্ডটি নিরাপত্তা ক্যামেরা ধারণ করে ফেলে। পুলিশের তদন্তে দেখা গেছে, তিনি প্রথমে একটি সত্য ঘটনার কাহিনী বলে বর্ণনা দেন; পরে সেই বয়ান ভিন্ন প্রমাণে প্রতিহত হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মামলাটির বিবরণে ওই ব্যক্তি সিভিল পুলিশকে জানান, কিছু সশস্ত্র ব্যক্তি তাকে জোরপূর্বক থামিয়ে গাড়ির বুটে তালাবদ্ধ করে রাখে এবং পরে তাকে প্রত্যন্ত স্থানে নিয়ে এসে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। তিনি দাবি করেন, পথচারীরাই তার চিৎকার শুনে এসে তাকে জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করে এবং তিনি সামান্য দগ্ধ হন।

তবে কাছের একটি খামারের সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ জানতে পারে পুরো পরিকল্পনাটি ভিন্ন — ভিডিওতে দেখা যায়, তিনি নিজেই গাড়িতে আগুন ধরিয়েছেন। প্রমাণ দেখানোর পরও আসামি তার বক্তব্যে অনড় ছিলেন এবং শরীরে থাকা পোড়া দাগকে নির্দোষতার প্রমাণ বলে দাবি করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, টাকার কারণে সম্ভবত তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছিলেন — গাড়িটির ওপর মোটরযান সম্পত্তি কর বকেয়া ছিল এবং হওয়া-নাওয়া কারণে প্রায় ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার মূল্যের পোরশেটি বিক্রি করাও কঠিন হয়ে পড়েছিল। এই পরিস্থিতি থেকেই ধারণা করা হচ্ছে, বীমার মাধ্যমে ক্ষতিপূরণ নিয়ে সমস্যা মেটাতে তিনি আগুন লাগানোর পরিকল্পনা করেন।

মহড়া সাজানো প্রত্যন্ত স্থানে কেবল একটিই সিসিটিভি ছিল—আর সেটিই তাঁর পুরো পরিকল্পনা ফাঁস করে দেয়। ঘটনাটি এখনও তদন্তাধীন; এ পর্যন্ত থানায় তার বিরুদ্ধে বীমা জালিয়াতি বা অন্য কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। তবে নিজের গাড়ি পুড়িয়ে ফেলা হয়তো তারই সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_6
শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিরত থাকতে বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ
শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিরত থাকতে বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ
Screenshot_4
মিরসরাইয়ে প্রাইভেটকারে করে গরু চুরি
মিরসরাইয়ে প্রাইভেটকারে করে গরু চুরি
6db0b68a-01d1-462f-a056-b5595f024dca
বিশ্বজুড়ে দর্শকের আস্থায় ইউকে বাংলা লাইভ নিউজ
বিশ্বজুড়ে দর্শকের আস্থায় ইউকে বাংলা লাইভ নিউজ
probashi-768x445
স্ত্রীর আচরণে যুক্তরাজ্য প্রবাসী স্বামীর হয়রানির অভিযোগ
স্ত্রীর আচরণে যুক্তরাজ্য প্রবাসী স্বামীর হয়রানির অভিযোগ
Screenshot_3
মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে বেলজিয়াম
মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে বেলজিয়াম
Screenshot_2
স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ, আদালতে জবানবন্দি
স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ, আদালতে জবানবন্দি

সম্পর্কিত খবর