বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন গত মঙ্গলবার (২৮ অক্টোবর) সতর্ক করে বলেছেন, যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন তাহলে ন্যাটো মস্কোকে ধ্বংস করবে—অর্থাৎ “মানচিত্র থেকে মুছে ফেলবে।” এই মন্তব্য টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে ফুটে উঠেছে।
ফ্রাঙ্কেন লিবার ডে মর্গেন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটোর সমবায় প্রতিরক্ষা নীতিকে তুলে ধরে বলেন, যদি পুতিন ব্রাসেলসে হামলা চালান তাহলে মিত্ররা প্রতিক্রিয়া জানাবে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইউরোপীয় সন্দেহ দূর করে বলেন, ট্রাম্প স্পষ্টভাবে ঘোষণা করেছেন—আমেরিকা শতভাগ ন্যাটো মিত্রদের সমর্থন বজায় রাখবে এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মত বিভাজক সিদ্ধান্ত নেবে না।
ফ্রাঙ্কেন আরও বলেন, রাশিয়া বর্তমানে কেবল ইউক্রেনের সঙ্গে লড়াই করছে না, বরং পুরো পশ্চিমের বিরুদ্ধে লড়ছে। অন্যদিকে ইউক্রেন পশ্চিমের সরঞ্জাম, গোলাবারুদ ও আর্থিক সহায়তায় টিকে আছে। ভবিষ্যৎ সম্পর্কে তিনি রুশ-চীনা সম্ভাব্য জোটের প্রতি সতর্কতা জাহির করে বলেন, চীন এমন পরিস্থিতি চায় যেখানে যুদ্ধে টানাটানি থাকবে—এতে পশ্চিম দুর্বল প্রতীত হবে; চীন রাশিয়ার কাঁচামাল ক্রয় করছে, অস্ত্র সরবরাহ করছে এবং এমনকি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের মাধ্যমে সামরিকভাবে সহায়ক হতে পারে।
এছাড়া ফ্রাঙ্কেনের ভাষ্যে, বাল্টিক রাষ্ট্রগুলোর ওপর বড় রুশ হামলার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, কারণ ওই দেশগুলো ন্যাটোর সদস্য। একই সঙ্গে তিনি জানায়, শিগগিরই ইউরোপে ৬০০টি এফ-৩৫ জেট স্থাপিত থাকবে—রাশিয়ার কাছে এগুলো ভীতিজনক কারণ সেগুলোকে ধরা বা পর্যবেক্ষণ করা কঠিন।