গত ২৮ দিনে ইউকে বাংলা লাইভ নিউজ অর্জন করেছে ১ কোটি ৬০ লাখ (১৬ মিলিয়ন) ভিউ। একই সময়ে প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হয়েছেন আরও দুই লাখের বেশি নতুন দর্শক—যার সংখ্যা প্রতিদিনই হাজারের ওপরে বাড়ছে।
বর্তমানে সারা বিশ্বজুড়ে ইউকে বাংলা লাইভ নিউজের দর্শক রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাজ্যে—বিশেষ করে লন্ডনের ইস্ট লন্ডন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই ফলোয়ারের বড় অংশ। মোট ফলোয়ারের প্রায় ৪৫ শতাংশ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে, আর মিডল্যান্ড ও নর্থ ইংল্যান্ডে রয়েছে আরও প্রায় ১৫ শতাংশ। অর্থাৎ ২ লাখ ফলোয়ারের মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজারই যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি।
বাংলাদেশে প্ল্যাটফর্মটির ফলোয়ারের হার প্রায় ৩০ শতাংশ, যার মধ্যে সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি—প্রায় ২০ শতাংশ। অর্থাৎ বাংলাদেশে ইউকে বাংলা লাইভ নিউজের সক্রিয় দর্শক প্রায় ৬০ হাজার, যার মধ্যে ৪০ হাজারের বেশি সিলেটে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে প্রায় ২০ হাজার, ইউরোপের ইতালি ও ফ্রান্সসহ বিভিন্ন আরব দেশে উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার রয়েছেন। প্রতি সপ্তাহে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলোর একাধিকটি মিলিয়নভিউ অর্জন করছে। ইতোমধ্যে বেশ কিছু কনটেন্ট এককভাবে ১ কোটি (১০ মিলিয়ন) ভিউ অতিক্রম করেছে—যা অনেক বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও বিরল ঘটনা।
প্রতিষ্ঠার পর থেকেই ইউকে বাংলা লাইভ নিউজ শুধুমাত্র ভিউ নয়, বরং সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের নীতিতে কাজ করে যাচ্ছে। দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি ফ্যাক্টচেক প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে, যাতে তথ্যের যথার্থতা বজায় থাকে।
২০২৫ সাল ইউকে বাংলা লাইভ নিউজের জন্য সফলতার বছর হিসেবে প্রমাণিত হয়েছে। দর্শক ও পাঠকের ভালোবাসা ও আস্থাই এ অগ্রযাত্রার মূল প্রেরণা। ভবিষ্যতেও এই আস্থা ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চায় ইউকে বাংলা লাইভ নিউজ পরিবার।