প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ হত্যার মামলায়ে তার স্ত্রী সামিরা হকের মা লতিফা হক লিও বা লুসি (৭১)-কে দেশত্যাগে নিষিদ্ধ করেছেন ঢাকার একটি আদালত। লুসি মামলার এজহারনামীয় তিন নম্বর আসামি।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান মঙ্গলবার এই আদেশ দেন, যা মামলার তদন্ত কর্মকর্তা আবেদনের পর কার্যকর হয়। এর আগে ২৭ অক্টোবর সালমান শাহের স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডন-এর দেশত্যাগেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এতে মামলার তিনজনেরই দেশত্যাগে নিষেধাজ্ঞা হলো।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুতে রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর মামলাটি দায়ের করেন। মামলায় সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাই, সামিরার মা লুসি, খলনায়ক আশরাফুল হক ডন, এবং আরও কয়েকজন ব্যক্তি ও অজ্ঞাতনামা আসামি। অভিযোগে বলা হয়েছে, সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এবং মৃত্যুবরণকারী আসামিদের ক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে অব্যাহতি দেওয়া হবে।