সিলেটের উন্নয়ন বৈষম্য দূর করার দাবিতে আগামী ১ নভেম্বর (রোববার) রাজপথে নামার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
‘সিলেট আন্দোলন’ নামে নবগঠিত একটি সংগঠনের উদ্যোগে ওইদিন সকাল ১১টায় নগরীর সিটি পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে কুমারপাড়ায় আরিফুল হক চৌধুরীর বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতাসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন।
সভায় বক্তারা বলেন, উন্নয়নের ক্ষেত্রে সিলেট দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। গত ১২ অক্টোবর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশ থেকে সরকারের প্রতি ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তবে সময়সীমা শেষ হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “সিলেটের উন্নয়ন বঞ্চনা আর মেনে নেওয়া হবে না। আমরা রাজপথে নামবো, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
তিনি আরও জানান, শুক্রবার জুমার নামাজে সিলেট অঞ্চলের ইমামদের খুতবায় বিষয়টি তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডার নেতাদেরও সিলেটের ন্যায্য দাবিতে সহমর্মিতা প্রকাশের আহ্বান জানান তিনি।
এছাড়া শনিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (র.) দরগাহ চত্বর থেকে কর্মসূচির সমর্থনে একটি মশাল মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, সড়ক ও রেল যোগাযোগে কিছু উন্নতি হলেও রেল টিকিট সংকট ও অবকাঠামোগত দুরবস্থা এখনো রয়ে গেছে। সিলেটের জন্য ১০টি নতুন রেল বগি বরাদ্দের আশ্বাস পাওয়া গেলেও স্থানীয় সরকার প্রকল্পে সিলেট এখনো পিছিয়ে রয়েছে।
তিনি অভিযোগ করেন, “২০২১ সালে সিলেটের রাস্তা-ঘাট উন্নয়নে ২৪০০ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হলেও তা এখনো বাস্তবায়নের পথে যায়নি। বাদাঘাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজও থমকে আছে। এভাবে চললে আগামী রমজানে সিলেটে পানির তীব্র সংকট দেখা দিতে পারে।”
সবশেষে তিনি বলেন, “আমরা রাজপথ ছাড়ব না—সিলেটের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”