আজ রাতের আকাশে দেখা মিলবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ— সুপারমুন। এ বছরের তিনটি ধারাবাহিক সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়টি। যুক্তরাজ্যে আজ উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’। ফলে আজকের রাতটি হবে আলো, রঙ আর আকাশের মায়াবী সৌন্দর্যে ভরা এক বিশেষ রাত।
চাঁদ যখন পৃথিবীর কক্ষপথে ঘুরতে ঘুরতে সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসে—যাকে বলে ‘পেরিজি’—এবং সে সময় যদি পূর্ণিমা হয়, তখনই সেটিকে সুপারমুন বলা হয়। এই অবস্থায় চাঁদ সাধারণ পূর্ণিমার তুলনায় অনেক বড় ও উজ্জ্বল দেখা যায়।
চাঁদের কক্ষপথ পুরোপুরি বৃত্তাকার নয়, বরং কিছুটা ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার। ফলে কখনো চাঁদ পৃথিবীর কাছে আসে (পেরিজি), আবার কখনো দূরে সরে যায় (অ্যাপোজি)। সাধারণত পেরিজিতে চাঁদ পৃথিবী থেকে থাকে প্রায় ২ লাখ ২০ হাজার মাইল দূরে, আর অ্যাপোজিতে প্রায় ২ লাখ ৫০ হাজার মাইল।
এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে চাইলে সবচেয়ে জরুরি হলো পরিষ্কার আকাশ। তাই আবহাওয়ার খবরে নজর রাখা দরকার, যেন চাঁদ দেখার জন্য সেরা সময় ও স্থান নির্ধারণ করা যায়।
১৯৭৯ সালে জ্যোতিষী রিচার্ড নোল প্রথম ‘সুপারমুন’ শব্দটি ব্যবহার করেন। এবার নভেম্বরের এই সুপারমুনকে বলা হচ্ছে ‘বিভার মুন’—যে নামটি এসেছে উত্তর আমেরিকার আদিবাসী সংস্কৃতি থেকে। নভেম্বর মাসে বিভাররা শীতের প্রস্তুতি হিসেবে বাঁধ তৈরি ও খাদ্য সংগ্রহে সবচেয়ে ব্যস্ত থাকে—সেই থেকেই এ নামের প্রচলন।
এই বছরের শেষ সুপারমুন দেখা যাবে আগামী ৪ ডিসেম্বর।
সূত্র: দ্য গার্ডিয়ান