এ বছরের শেষ দিকে বা আগামী জানুয়ারির শুরুর দিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নতুন আসর। এবারের আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিল আনুষ্ঠানিকভাবে এই পাঁচ দলের নাম প্রকাশ করে। এর আগে মোট ১১টি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছিল। নথিপত্র যাচাই ও পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে তিন প্রতিষ্ঠানকে প্রাথমিক পর্যায়েই বাদ দেওয়া হয়। শেষ পর্যন্ত পাঁচ প্রতিষ্ঠানকে রাখা হয়েছে চূড়ান্ত তালিকায়।
আগামী ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি-এর মধ্যে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
মালিকানা কিছুটা বদল হলেও বেশ কিছু দল আগের নামেই থাকছে। রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস আগের নামেই মাঠে নামবে। তবে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট দলের নাম বদলে গেছে।
চূড়ান্ত পাঁচ দল:
ঢাকা ক্যাপিটালস
রংপুর রাইডার্স
সিলেট টাইটানস
রাজশাহী ওয়ারিয়র্স
চিটাগং রয়েলস
বিপিএলের এবারের আসরে দলগুলো নতুন মালিকানায় এবং কিছুটা নতুন রূপে মাঠে নামলেও প্রতিযোগিতা হবে আগের মতোই উত্তেজনাপূর্ণ বলে আশা করছে বিসিবি।