রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জনপ্রিয় ছাত্রনেতা ও সদ্য আলোচনায় আসা তাহের। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা দেন, “নো হাংকি পাংকি, নির্বাচনের আগে গণভোট লাগবেই!”
তাহেরের এই বক্তব্যে উপস্থিত কর্মীরা মুহূর্তেই ‘গণভোট চাই’, ‘হাংকি পাংকি চাই না’— এমন স্লোগানে মুখর হয়ে ওঠে।
তিনি বলেন, “দেশে এখন অনেকে নানা রকম ‘হাংকি পাংকি’ করছে— কেউ ভোটের নামে, কেউ সিদ্ধান্তের নামে। আমরা পরিষ্কার করে দিতে চাই, কোনো গোপন চুক্তি বা আড়ালের রাজনীতি চলবে না। জনগণ সিদ্ধান্ত দেবে, গণভোট ছাড়া নির্বাচন নয়!”
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাহের বলেন, “আমি বলছি, প্রেম-ভালোবাসা বন্ধ নয়, কিন্তু রাজনীতিতে হাংকি পাংকি চলবে না। জনগণকে পাশ কাটিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না।”
তাহেরের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। ফেসবুক ও এক্সে ইতোমধ্যে #NoHankyPanky ও #গণভোটচাই হ্যাশট্যাগ ট্রেন্ড করছে। কেউ একে “জনতার কণ্ঠের প্রতিধ্বনি” বলছেন, আবার কেউ বলছেন, “তাহের এখন রাজনীতির কবি হয়ে গেছেন।”
এক রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেন, “তাহেরের বক্তব্য যতটা রাজনৈতিক, ততটাই কাব্যিক। তিনি জনগণের রাগ, হতাশা আর রসবোধ—সব একসাথে মিশিয়ে দিচ্ছেন।”