বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং তার স্বামী ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা।
শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিকি কৌশল নিজেই সুখবরটি জানিয়েছেন ভক্তদের। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন,
“আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে।”
এর সঙ্গে যোগ করেছেন একটি লাল হৃদয়ের ইমোজি।
২০২১ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই তারা ছিলেন বলিউডের অন্যতম আলোচিত দম্পতি। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে গুঞ্জন চলছিল।
মায়ের সঙ্গে লন্ডনে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে বিরতি নেওয়া এবং তীর্থযাত্রায় অংশ নেওয়া—সব মিলিয়ে সেই গুঞ্জন আরও জোরদার হয়েছিল। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা পেলেন প্রথম সন্তানের মুখ দেখার আনন্দ।
গত সেপ্টেম্বর মাসে ইনস্টাগ্রামে এক পোস্টে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় ভরে আছে।”






