Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র গুণীজন সংবর্ধনা

ডেস্ক সংবাদ

বিলেতে প্রবাসী রাজনগরবাসীর অন্যতম প্রাচীন ও সক্রিয় সংগঠন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে-এর উদ্যোগে গত ৯ নভেম্বর, রবিবার এক বর্ণাঢ্য গুণীজন সংবর্ধনা ও প্রবাসী রাজনগরবাসীর মিলনমেলা অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের একটি হলে ।
২৮ বছরের ঐতিহ্যবাহী এই সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত রাজনগর এলাকার আটজন গুণী ও প্রবীণ ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধিত গুণীজনরা হলেন—বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, শেখ মোহাম্মদ ফরমুজ আলী, সুলেমান খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ আব্দুল মান্নান, সৈয়দা সুফিয়া খানম, মোহাম্মদ জালাল উদ্দীন এবং মোহাম্মদ আশরাফ উদ্দীন।
মাওলানা জামাল উদ্দীনের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত এ অনুষ্ঠান,সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফারুক-এর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে-এর সভাপতি ময়নুল ইসলাম।
বক্তারা বলেন, “রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে দীর্ঘ ২৮ বছর ধরে প্রবাসে থেকেও নিজ এলাকার উন্নয়ন, শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এ গুণীজন সংবর্ধনা সেই অবদান ও ত্যাগের স্বীকৃতি।”


বক্তারা প্রবীণ ও গুণীজনদের সম্মান জানানোর গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন। তারা বলেন, সমাজে যারা জীবনের দীর্ঘ সময় জ্ঞান, অভিজ্ঞতা ও মানবকল্যাণে ব্যয় করেছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রদর্শন আমাদের নৈতিক দায়িত্ব। এমন সংবর্ধনা অনুষ্ঠান শুধু প্রবীণদের অবদানের স্বীকৃতি নয়, নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস। বক্তারা আরও বলেন, সমাজে প্রবীণদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে এই ধারাবাহিকতায় প্রবাসে থেকেও প্রজন্মের বন্ধনকে শক্তিশালী করছে এবং সামাজিক ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সুলুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সভাপতি শাহগীর বক্ত ফারুক, কমিউনিটি নেতা কে এম. আবু তাহের চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ, বিশিষ্ট কমিউনিটি নেতা ও
রাজনীতিবিদ মাহিদুর রহমান, কাউন্সিলার মুজিবুর রহমান জসিম,লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের চিফ পেট্রন ও বিবিসিসিআই এর সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান কুটি, সাবেক সভাপতি আব্দুল হান্নান তরফদার, মাকিনুর রশিদ মাকিন, আব্দুস সালাম,সাংবাদিক জয়নাল ইসলাম,শাহ চেরাগ আলী, মারুফ হোসেন, দেলওয়ার হোসেন ,আক্তারুজ্জামান খান, খাইরুল ইসলাম, তারাউল ইসলাম, ওয়ারিছ আলী, সাইফুর রহমান বাসিক, নুরুল ইসলাম কিসলু, রাজু আহমেদ পারভেজ,জামিউর রহমান শাওন প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী রাজনগরবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা ও প্রবাসে রাজনগরবাসীর ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_32
তিন দলের ‘মন রক্ষা’ করলেন ড. ইউনূস
তিন দলের ‘মন রক্ষা’ করলেন ড. ইউনূস
Screenshot_31
কুকুরের আচমকা লাফে বন্দুক থেকে গুলি, হাসপাতালে মালিক
কুকুরের আচমকা লাফে বন্দুক থেকে গুলি, হাসপাতালে মালিক
Screenshot_30
বিষধর সাপের ফণা মুখে ধরে অবিশ্বাস্য কাণ্ড ভারতীয় যুবকের
বিষধর সাপের ফণা মুখে ধরে অবিশ্বাস্য কাণ্ড ভারতীয় যুবকের
Screenshot_29
সেতু তৈরি হয়েছে, কিন্তু রাস্তা নেই—বিকল্প কাজে ব্যবহার করছেন কৃষকরা
সেতু তৈরি হয়েছে, কিন্তু রাস্তা নেই—বিকল্প কাজে ব্যবহার করছেন কৃষকরা
Screenshot_28
হাতিরঝিলে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার
হাতিরঝিলে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার
398744
রোমানিয়ায় বাড়ছে বাংলাদেশিদের ঝুঁকি
রোমানিয়ায় বাড়ছে বাংলাদেশিদের ঝুঁকি

সম্পর্কিত খবর