সিলেটে দুই তরুণের আকস্মিক মৃত্যুতে শোক আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে তরুণ সমাজে। একদিনের ব্যবধানে প্রাণ হারিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে মারা যান শাবিপ্রবির ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী আল আমিন। চিকিৎসকদের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এছাক মিয়া জানান, কয়েক দিন ধরেই হতাশায় ভুগছিলেন আল আমিন। বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য ও সহপাঠীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) থেকে তাঁর মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বাসিন্দা আল আমিন পরিবারের সঙ্গে সিলেটের নয়াবাজার এলাকায় থাকতেন। ইইই বিভাগের প্রধান ইফতে খাইরুল আমিন জানান, তাঁর মরদেহ পরিবারের তত্ত্বাবধানে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে, একই দিনে ভোরে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন সিলেটের জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ (২১)। বুকে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, দীপ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
দীপংকর দাশ দীপ ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পারিবারিক হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে অনুরাগী, সহকর্মী ও সংস্কৃতি কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দু’দিনে দুই তরুণের এমন অকাল মৃত্যুতে হতবাক সিলেটের তরুণ সমাজ। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে শোক ও সমবেদনার ঢল। অনেকেই লিখছেন—“এমন মৃত্যু যেন আর না দেখতে হয়।”