খালি হাতে সাপ ধরার ঘটনা নতুন কিছু নয়। তবে মুখ দিয়ে বিষধর সাপের ফণা ধরে নাচিয়ে বেড়ানো—এমন দৃশ্য দেখে হতবাক হয়েছেন সবাই। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ভারতে, আর এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে একটি রকের সামনে কয়েকজন মানুষ বসে আছেন, তাদের ঠিক পাশে একটি বিষধর সাপ। শুরুতে এক ব্যক্তি হাত দিয়ে সাপটি ধরার চেষ্টা করলে সেটি তাকে একবার ছোবল মারে। এরপর সাপটি পালাতে চাইলে কালো পোশাক পরিহিত ও গলায় মালা ঝোলানো ওই ব্যক্তি আরও দুঃসাহসী পদক্ষেপ নেন।
তিনি ঝুঁকে নিজের মুখ দিয়ে সাপটির ফণা চেপে ধরেন এবং সেটিকে মুখে ধরে সোজা দাঁড়িয়ে যান। সাপটি বাঁচার চেষ্টা করলেও তিনি নিস্পৃহভাবে কয়েক সেকেন্ড এভাবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি সাপটিকে মুখ থেকে নামিয়ে একটি বস্তায় ভরে ফেলেন।
নেটিজেনদের উদ্বেগ ও বিস্ময়
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ হতবাক হয়ে ব্যক্তিটির দুঃসাহসের প্রশংসা করলেও অনেকেই ঘটনার ঝুঁকিপূর্ণ দিকটি তুলে ধরেছেন।
একজন ইন্টারনেট ব্যবহারকারী মন্তব্য করেন—“সম্ভবত তিনি আগেই সাপটির বিষদাঁত ভেঙে ফেলেছিলেন, তাই এমনভাবে ধরতে পেরেছেন।”