যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক ব্যক্তি নিজের পোষা কুকুরের অনিচ্ছাকৃত কর্মকাণ্ডে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি শিলিংটনের নিজ বাড়িতে আগ্নেয়াস্ত্র পরিষ্কার করছিলেন। ঠিক সেই সময় বিছানায় রাখা বন্দুকের ওপর তার কুকুর হঠাৎ লাফ দিলে গুলি বের হয়ে তার শরীরে বিদ্ধ হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শিলিংটন পুলিশ বিভাগ।
গুলিবিদ্ধ হওয়ার পর ওই ব্যক্তি নিজের ছেলেকে ফোন করে সহায়তা চান। পুলিশ গিয়ে তাকে মেঝেতে শোয়া অবস্থায় পায়, তখনও তার জ্ঞান ছিল। পরে দ্রুত হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়।
শিলিংটন পুলিশের করপোরাল মাইকেল স্কুন জানান, ঠিক কীভাবে গুলি বের হলো তা এখনো নিশ্চিত নয়। কুকুরের পা ট্রিগারে লেগে যেতে পারে, সেফটি লক খোলা থাকতে পারে কিংবা বন্দুকের কোনো যান্ত্রিক ত্রুটি থেকেও দুর্ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রথম অস্ত্রোপচারের পর আরও একটি অপারেশন লাগবে। যদিও ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে মনে হচ্ছে, পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
যুক্তরাষ্ট্রে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়
এর আগেও কুকুরের পায়ের চাপায় বন্দুক থেকে গুলি ছুটে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে।
-
চলতি বছরের মার্চে টেনেসির মেমফিসে মালিক ঘুমিয়ে থাকা অবস্থায় তার পিটবুলের পা লোডেড শটগানে আটকে গেলে গুলি বের হয়ে তাকে আহত করে।
-
দুই বছর আগে কানসাসে জার্মান শেফার্ডের পায়ের চাপায় রাইফেল থেকে ছুটে আসা গুলিতে এক ব্যক্তি মারা যান।
-
২০১৮ সালে আইওয়ায় পিটবুল–ল্যাব্রাডর জাতের কুকুরের ধাক্কায় গুলি বের হয়ে এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন।