ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) কোনোভাবেই নিশ্চিত বা গ্যারান্টিযুক্ত নয়। শনিবার (১৬ নভেম্বর) এক সতর্কবার্তায় তারা নাগরিকদের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানায়।
হাইকমিশন জানায়, সাম্প্রতিক সময়ে ভিসা নিশ্চিত করে দেওয়ার দাবি করে ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে অনেকেই যোগাযোগ করছে। এসব প্রতিশ্রুতি সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক বলে উল্লেখ করে হাইকমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দেওয়ার ক্ষমতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেই।
তাদের মতে, ভিসার আবেদন ও মূল্যায়ন যুক্তরাজ্য সরকারের নিজস্ব অফিসিয়াল প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হয়। তাই আবেদনকারীদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে—ভিসা সংক্রান্ত যেকোনো সঠিক তথ্য বা নির্দেশনার জন্য ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করতে।