বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে নির্মিত ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ আগামীকাল বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ পেতে যাচ্ছে। বুধবার (১৯ নভেম্বর) আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যচিত্রটিতে তারেক রহমানের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, রাজনৈতিক অভিজ্ঞতা ও বিভিন্ন সংকট–সংগ্রামের দিকগুলো তুলে ধরা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ তাঁর ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ এবং রাজনৈতিক যাত্রা সম্পর্কে মতামত দিয়েছেন। রয়েছে স্টুডিওভিত্তিক আলোচনা ও বিশ্লেষণও।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই তথ্যচিত্রে রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবী, বিচারপতি, মানবাধিকারকর্মী, শিল্পীসহ দেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তির অংশগ্রহণ রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমানের জন্মদিনকে কেন্দ্র করে নির্মিত এই তথ্যচিত্রে তাঁর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ভাবনার পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ফুটিয়ে তোলা হয়েছে। তথ্যচিত্রটির নির্মাণে বেশ কয়েকজন অভিজ্ঞ সাংবাদিকও যুক্ত ছিলেন।