মেটা ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিসরের পরিবর্তন এনেছে। নতুন সংস্করণটি শুধু পণ্য কেনাবেচার জায়গা নয়, বরং ব্যবহারকারীদের জন্য আরও স্মার্ট, সামাজিক ও ব্যক্তিকৃত অভিজ্ঞতা নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে।
নতুন আপডেটে এআই–চালিত সুবিধা যুক্ত হওয়ায় ক্রেতা ও বিক্রেতার যোগাযোগ আরও দ্রুত ও কার্যকর হবে। এখন ব্যবহারকারীরা শুধু পণ্য দেখার মধ্যেই সীমাবদ্ধ নন—এআই–এর সাহায্যে প্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসা, পণ্যের সারসংক্ষেপ পাওয়া এবং বন্ধুদের সাথে দলগতভাবে সিদ্ধান্ত নেওয়াও সম্ভব।
মেটার নতুন মার্কেটপ্লেসে আরও শক্তিশালী হয়েছে কমিউনিটি ফিডব্যাক ব্যবস্থা। ফলে যে কোনো পণ্য বা বিক্রেতা সম্পর্কে নির্ভরযোগ্য ধারণা পাওয়া সহজ হচ্ছে। পাশাপাশি ইবে এবং পস্মার্কের তালিকা যুক্ত হওয়ায় পণ্যের পরিসর বেড়েছে। নতুন স্বচ্ছ চেকআউট ও রিয়েল-টাইম নোটিফিকেশন সিস্টেম কেনাকাটাকে আরও সুশৃঙ্খল করেছে।
মূল আপডেটগুলো এক নজরে
১) কোলাবোরেটিভ বায়িং
ক্রেতারা চ্যাটে বন্ধুদের যুক্ত করে একসাথে সিদ্ধান্ত নিতে পারবেন। বড় কেনাকাটায় দর-দাম বা সময় নির্ধারণ এখন আরও সহজ।
২) এআই–সাজেস্টেড প্রশ্ন
চ্যাটে ‘Suggested Questions’ বাটনে ক্লিক করলে এআই স্বয়ংক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেস্ট করবে—যেমন পণ্যের অবস্থা, শিপিং বা রিটার্ন নীতি।
৩) যানবাহনের তালিকায় এআই সারসংক্ষেপ
যেকোনো গাড়ির তালিকা খুললেই ইঞ্জিন, নিরাপত্তা বৈশিষ্ট্য, আসন সংখ্যা, মালামাল ধারণক্ষমতা, রিভিউ ও দাম—এসব তথ্য সংক্ষেপে দেখা যাবে।
৪) সোশ্যাল ফিচার
পণ্যের তালিকায় সরাসরি রিঅ্যাক্ট বা মন্তব্য করা যাবে। এতে কমিউনিটি ফিডব্যাক বাড়বে এবং বিশ্বাসযোগ্যতা আরও দৃঢ় হবে।
৫) ব্যক্তিকৃত সুপারিশ
ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী একই ধরনের পণ্য বেশি দেখা যাবে—ব্রাউজিং এখন আরও প্রাসঙ্গিক।
৬) ইবে ও পস্মার্ক সংযুক্তি
নতুন অংশীদারিত্বের ফলে ফ্যাশন, ইলেকট্রনিক্সসহ নানা বিভাগের পণ্যের সংখ্যা বেড়েছে।
৭) স্বচ্ছ চেকআউট ও নোটিফিকেশন
শুরুর দিকেই অর্ডারের মোট দাম, শিপিং ফি ও কর দেখা যাবে। ডেলিভারি আপডেটও রিয়েল–টাইমে পাওয়া যাবে।