ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা যে কোনো ফুটবলারের স্বপ্ন—আর সেই অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের হামজা চৌধুরীর। লেস্টার সিটির হয়ে জিতেছেন মর্যাদাপূর্ণ এফএ কাপও। তবুও বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে জয়—হামজার কাছে এফএ কাপ জয়ের চেয়েও বড় সাফল্য।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে প্রায় ২২ বছরের অপেক্ষা শেষে ভারতকে হারায় বাংলাদেশ। ২০০৩ সালের পর ভারতকে আর হারাতে পারেনি লাল-সবুজ। অবশেষে হামজাদের হাত ধরে সেই হতাশা কাটল।
গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে অভিষেক হয় হামজা চৌধুরীর। সেবার ভুলের কারণে জয় হাতছাড়া হলেও ঘরের মাঠে ২৬ হাজার দর্শকের সামনে এবার আর ভাগ্য সহায়হীন ছিল না বাংলাদেশ।
ম্যাচজয়ের পর সংবাদ সম্মেলনে হাসিমুখে হামজা বলেন,
“দেশের জার্সিতে খেলে গোল করতে পারা স্বপ্ন পূরণের মতো। এফএ কাপ জয়ের চেয়েও ভারতের বিপক্ষে এই জয় আমাকে বেশি আনন্দ দিয়েছে।”
ভারতের বিপক্ষে ম্যাচটি লাল-সবুজদের জন্য ছিল বিশেষ গুরুত্বের। কারণ দুই দশক ধরে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ; বরং মাঝের ১০ ম্যাচে ৬ ড্র ও ৪ হারের হতাশা ছিল।
এবার ম্যাচের শুরুতেই সে হতাশা দূর হয়। ১১তম মিনিটে রাকিব হোসেনের পাস থেকে গোল করে এগিয়ে নেয় বাংলাদেশকে শেখ মোরসালিন। এই এক গোলই শেষ পর্যন্ত জয় এনে দেয় দলকে। পুরো ম্যাচে হামজার দারুণ রক্ষণাত্মক দক্ষতা কয়েকটি সম্ভাব্য গোল বাঁচিয়েছে।
হামজা নিজের সেরাটা ঢেলে দিয়েছেন মাঠে—আর ম্যাচ শেষে হাসি মুখেই জানিয়েছেন, জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে এই জয়ই তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত।