Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দ ভারতের বিপক্ষে জয়ে: হামজা চৌধুরী

ডেস্ক সংবাদ

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা যে কোনো ফুটবলারের স্বপ্ন—আর সেই অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের হামজা চৌধুরীর। লেস্টার সিটির হয়ে জিতেছেন মর্যাদাপূর্ণ এফএ কাপও। তবুও বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে জয়—হামজার কাছে এফএ কাপ জয়ের চেয়েও বড় সাফল্য।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে প্রায় ২২ বছরের অপেক্ষা শেষে ভারতকে হারায় বাংলাদেশ। ২০০৩ সালের পর ভারতকে আর হারাতে পারেনি লাল-সবুজ। অবশেষে হামজাদের হাত ধরে সেই হতাশা কাটল।

গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে অভিষেক হয় হামজা চৌধুরীর। সেবার ভুলের কারণে জয় হাতছাড়া হলেও ঘরের মাঠে ২৬ হাজার দর্শকের সামনে এবার আর ভাগ্য সহায়হীন ছিল না বাংলাদেশ।

ম্যাচজয়ের পর সংবাদ সম্মেলনে হাসিমুখে হামজা বলেন,
“দেশের জার্সিতে খেলে গোল করতে পারা স্বপ্ন পূরণের মতো। এফএ কাপ জয়ের চেয়েও ভারতের বিপক্ষে এই জয় আমাকে বেশি আনন্দ দিয়েছে।”

ভারতের বিপক্ষে ম্যাচটি লাল-সবুজদের জন্য ছিল বিশেষ গুরুত্বের। কারণ দুই দশক ধরে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ; বরং মাঝের ১০ ম্যাচে ৬ ড্র ও ৪ হারের হতাশা ছিল।

এবার ম্যাচের শুরুতেই সে হতাশা দূর হয়। ১১তম মিনিটে রাকিব হোসেনের পাস থেকে গোল করে এগিয়ে নেয় বাংলাদেশকে শেখ মোরসালিন। এই এক গোলই শেষ পর্যন্ত জয় এনে দেয় দলকে। পুরো ম্যাচে হামজার দারুণ রক্ষণাত্মক দক্ষতা কয়েকটি সম্ভাব্য গোল বাঁচিয়েছে।

হামজা নিজের সেরাটা ঢেলে দিয়েছেন মাঠে—আর ম্যাচ শেষে হাসি মুখেই জানিয়েছেন, জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে এই জয়ই তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত।

Print
Email

সর্বশেষ সংবাদ

a80ef2607b88873f305f1805b32d425055e6a45068467a9b
এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দ ভারতের বিপক্ষে জয়ে: হামজা চৌধুরী
এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দ ভারতের বিপক্ষে জয়ে: হামজা চৌধুরী
34a9482450ebfb84f3e17ec040bac08e8ef8be0e05d0f164
বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা
বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা
Screenshot_41
ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন: এআই, সোশ্যাল ফিচার ও নতুন অংশীদার যুক্ত
ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন: এআই, সোশ্যাল ফিচার ও নতুন অংশীদার যুক্ত
9a5581da38555bc65da41971091e96dc047a3bbd013ded3c
তারেক রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার
তারেক রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার
6d55d7faf923e2d80a9a41fdce4562bf857e3296dc531fc3
ভাল্লুকের হামলা রোধে ‘শিকারি ড্রোন’ মোতায়েন
ভাল্লুকের হামলা রোধে ‘শিকারি ড্রোন’ মোতায়েন
165431
লন্ডনে বাংলাদেশ সেন্টারে হাইকমিশনারের সভায় উত্তেজনা, দুই পক্ষের তীব্র বাকবিতণ্ডা
লন্ডনে বাংলাদেশ সেন্টারে হাইকমিশনারের সভায় উত্তেজনা, দুই পক্ষের তীব্র বাকবিতণ্ডা

সম্পর্কিত খবর