Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

দীর্ঘদিনের অনাচার, অবহেলা ও বর্বরতার শিকার হবিগঞ্জের খোয়াই নদীঃ ভিসি মোহাম্মদ জহিরুল হক

ডেস্ক সংবাদ

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সংগঠক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, দীর্ঘদিনের অনাচার, অবহেলা ও বর্বরতার শিকার খোয়াই নদী। এটি হবিগঞ্জবাসীর জন্য আত্মহত্যার শামীল। খোয়াই নদীর সাথে হবিগঞ্জের ইতিহাস ঐতিহ্য এমনকি সভ্যতা জড়িত। এছাড়া এ নদীটি হাওর ব্যবস্থার অন্যতম অংশ। খোয়াই নদীতে ফেলা পলিথিন প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য হাওরের তলদেশে জমা হচ্ছে। মেঘনা হয়ে এসব প্লাস্টিক বর্জ্য বঙ্গোপসাগরে চলে যাচ্ছে। সাম্প্রতিক গবেষনায় হবিগঞ্জের হাওরের মাছে প্লাস্টিক কণার অস্তিত্ব পাওয়া গেছে। খোয়াই নদীর দূষণকে কেবল পরিবেশ বা প্রতিবেশগত দৃষ্টিকোণ থেকে দেখার উপায় নেই; বরং তা জনস্বাস্থ্য ও জীব-বৈচিত্র্যের জন্যও মারাত্মক হুমকী হয়ে দাড়িয়েছে। আইনের প্রয়োগ, জনসচেতনতা ও জন প্রতিরোধ ছাড়া খোয়াই নদীর অবশিষ্টাংশও থাকবে না। গত ১৯ নভেম্বর সকালে দখল দূষণের কবল থেকে খোয়াই নদী রক্ষার দাবীতে খোয়াই রিভার ওয়াটারকিপার আয়োজিত নৌ যাত্রায় তিনি এ কথাগুলো বলেন। এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। তাঁরা নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, জেলার কৃষি, ব্যবসা- বাণিজ্য, যাত্রী, পণ্য পরিবহনে অন্যতম মাধ্যম ছিল খোয়াই। এমনকি পার্শ্ববর্তী জেলার মানুষজনও নদীকে ব্যবহার করতেন। বড় বড় নৌকা চলাচল করতো। কৃষি কাজের অন্যতম মাধ্যম ছিল এই নদী।
মাঝি ফারুক মিয়া বলেন, আমাদের নৌকা ঘাটটি ছিল পার্শ্ববর্তী গরুবাজার এলাকায়। এক যুগ আগেও সেখানে শত শত যাত্রী ও পণ্যবাহী নৌকা আসতো। এখন সেগুলো ইতিহাস।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_2
দীর্ঘদিনের অনাচার, অবহেলা ও বর্বরতার শিকার হবিগঞ্জের খোয়াই নদীঃ ভিসি মোহাম্মদ জহিরুল হক
দীর্ঘদিনের অনাচার, অবহেলা ও বর্বরতার শিকার হবিগঞ্জের খোয়াই নদীঃ ভিসি মোহাম্মদ জহিরুল হক
a80ef2607b88873f305f1805b32d425055e6a45068467a9b
এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দ ভারতের বিপক্ষে জয়ে: হামজা চৌধুরী
এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দ ভারতের বিপক্ষে জয়ে: হামজা চৌধুরী
34a9482450ebfb84f3e17ec040bac08e8ef8be0e05d0f164
বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা
বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা
Screenshot_41
ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন: এআই, সোশ্যাল ফিচার ও নতুন অংশীদার যুক্ত
ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন: এআই, সোশ্যাল ফিচার ও নতুন অংশীদার যুক্ত
9a5581da38555bc65da41971091e96dc047a3bbd013ded3c
তারেক রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার
তারেক রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার
6d55d7faf923e2d80a9a41fdce4562bf857e3296dc531fc3
ভাল্লুকের হামলা রোধে ‘শিকারি ড্রোন’ মোতায়েন
ভাল্লুকের হামলা রোধে ‘শিকারি ড্রোন’ মোতায়েন

সম্পর্কিত খবর