সিলেট-৪ আসনের জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন ঘটাতে হলে এই অঞ্চলেরই যোগ্য সন্তানকে বড় কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে—এমন দাবি জানানো হয়েছে সৌদি আরবের মক্কা নগরীতে প্রবাসীদের এক সভায়। বক্তারা বলেন, এ এলাকার সুখ–দুঃখ, সমস্যা–সম্ভাবনা স্থানীয় মানুষই সবচেয়ে ভালো বোঝেন; তাই বহিরাগত নেতৃত্ব চাপিয়ে দিলে এখানকার অধিকার সুরক্ষার বিষয়ে অনিশ্চয়তা থেকেই যায়।
১৮ নভেম্বর মক্কার কাকিয়া এলাকায় আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড অঞ্চলের কাউন্সিলর ও বিশিষ্ট রাজনীতিবিদ হাফেজ আবদুল মুবিন বলেন, “সিলেট-৪ আসনের উন্নয়নে স্থানীয় যোগ্য প্রার্থীই সবচেয়ে উপযুক্ত প্রতিনিধি হতে পারেন।”
মক্কার বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ক্লক টাওয়ারের ব্যবসায়ী হাফেজ হাবিব, সিলেটের সিনিয়র সাংবাদিক শাব্বির আহমদ, মাহমুদুল হাসান, আলী হায়দার, বদরুল ইসলাম, রাইয়ান আহমদ, ইকবাল হাসান, আবদুল আলীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, খনিজসম্পদসমৃদ্ধ এই অঞ্চলের মানুষের বঞ্চনার ইতিহাস বহুদিনের। এই দীর্ঘ বঞ্চনা ঘোচাতে ও অধিকার আদায়ে প্রয়োজন স্থানীয় যোগ্য নেতৃত্ব। তাই প্রধান রাজনৈতিক দলগুলোর নীতিনির্ধারকদের প্রতি তাঁরা আহ্বান জানান—সিলেট-৪ আসনের মানুষের প্রাণের এই দাবিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।