নরসিংদীতে ভূমিকম্পের সময় দেয়াল ধসে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তাঁর নয় বছরের ছেলে হাফেজ ওমরকে শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গ্রামে দাফন করা হয়েছে।
পাকুন্দিয়া পৌরসভার উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও অসংখ্য গ্রামবাসী অংশ নেন। জানাজা শেষে বাবা–ছেলেকে তানিয়া গোরস্থানে দাফন করা হয়।
এর আগে শুক্রবার রাতে মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১১টায় নরসিংদীর গাবলতি এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার সময় পাশের বাসার দেয়াল ধসে দেলোয়ার ও তার ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।
নিহত দেলোয়ার পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে নরসিংদীর গাবলতি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। একই ঘটনায় তাঁর দুই কন্যা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।