Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যের ভিসা নিষেধাজ্ঞা: পরবর্তী ঝুঁকিতে কি বাংলাদেশ?

ডেস্ক সংবাদ

অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্য সরকার ভিসা ব্যবস্থাকে কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বাস্তবতা তৈরি করেছে। আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো ব্রিটিশ হোম অফিস সেই সব দেশের বিরুদ্ধে শাস্তিমূলক ভিসা ব্যবস্থা নিতে শুরু করেছে, যারা যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থানরত নিজ নাগরিকদের ফেরত নিতে সহযোগিতা করছে না। বর্তমানে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) এই কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, উচ্চ ঝুঁকির তালিকায় পরবর্তী নাম হতে পারে বাংলাদেশ।

২০২৪ সালের প্রত্যাবাসন চুক্তি ও ঢাকার ওপর চাপ

বাংলাদেশকে ঘিরে এই শঙ্কা পুরোপুরি অপ্রত্যাশিত নয়। ২০২৪ সালের ১৬ মে তৎকালীন শেখ হাসিনা সরকারের উদ্যোগে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি দ্রুত প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির লক্ষ্য ছিল ব্যর্থ আশ্রয়প্রার্থী এবং ভিসার মেয়াদোত্তীর্ণ ব্যক্তিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ ও দ্রুত করা। জাতীয়তার স্পষ্ট প্রমাণ থাকলে বাধ্যতামূলক সাক্ষাৎকারের বিধান শিথিল করা হয়।

তবে যুক্তরাজ্যে বাংলাদেশি আশ্রয়প্রার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় এই চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ব্রিটিশ হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক আশ্রয় আবেদনের ক্ষেত্রে শীর্ষ পাঁচ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ, যা মোট আবেদনের প্রায় ৬ শতাংশ। গত এক বছরে ৬ হাজার ৬০০–এর বেশি বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন, এবং আরও হাজারো আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এ পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়ায় আরও দ্রুত সহযোগিতার জন্য ঢাকার ওপর চাপ বাড়াচ্ছে লন্ডন।

ভিসা নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ

এ বিষয়ে ব্যারিস্টার মো. ইকবাল হোসেন বলেন, বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা হবে অত্যন্ত উদ্বেগজনক। এতে শিক্ষার্থী, কর্মী ও ভিজিট ভিসা প্রত্যাশী—সব শ্রেণির মানুষের যাতায়াত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রেখে ব্যর্থ আশ্রয়প্রার্থীদের বিষয়ে স্থায়ী সমাধান খুঁজতে সরকারের জোরালো কূটনৈতিক তৎপরতার ওপর গুরুত্ব দেন।

কারা রয়েছে যুক্তরাজ্যের নজরদারি তালিকায়

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের নেতৃত্বে গৃহীত নতুন অভিবাসন কৌশলটি মূলত একটি লেনদেনমূলক পররাষ্ট্রনীতি। নীতির সারকথা হলো—কোনো দেশ যদি তাদের নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করে, তবে সেই দেশের কূটনীতিক, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য যুক্তরাজ্যে প্রবেশের বিশেষ সুবিধা সীমিত করা হবে। প্রথমে এক মাসের নোটিশ, এরপর ফাস্ট-ট্র্যাক ভিসা বাতিল এবং সর্বশেষ ধাপে সম্পূর্ণ ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সম্প্রতি অ্যাঙ্গোলা ও নামিবিয়া শেষ মুহূর্তে সহযোগিতার আশ্বাস দিয়ে নিষেধাজ্ঞা এড়াতে সক্ষম হলেও, ২০২৫ সালের জন্য যুক্তরাজ্যের হোম অফিস একটি নতুন নজরদারি তালিকা তৈরি করেছে। কঙ্গোর পাশাপাশি পাকিস্তান, ভারত, নাইজেরিয়া ও মিসর এই তালিকায় রয়েছে। ২০২৪ সালের চুক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশকেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

অভিবাসন নীতিতে যুক্তরাজ্যের কঠোর অবস্থান

২০২২ সালের ‘ন্যাশনালিটি অ্যান্ড বর্ডারস অ্যাক্ট’-এর অধীনে দেওয়া ক্ষমতা এবার কার্যকরভাবে প্রয়োগ শুরু করেছে লেবার সরকার। এর মাধ্যমে আশ্রয় আবেদন কমানো এবং বহিষ্কার কার্যক্রম জোরদার করার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দিয়েছেন—নিয়ম মানতে হবে, নইলে তাৎক্ষণিক পরিণতির মুখোমুখি হতে হবে।

গত বছর যুক্তরাজ্যে রেকর্ড ১ লাখ ১১ হাজার ৮৪ জন আশ্রয়ের আবেদন করেন এবং প্রত্যাখ্যানের হার ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ফলে অভিবাসন ইস্যু এখন আর কেবল অভ্যন্তরীণ নীতি নয়, বরং ব্রিটিশ কূটনীতির একটি প্রধান উপাদানে পরিণত হয়েছে। এই কঠোর অবস্থান ভবিষ্যতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে সম্পর্কের ওপর কী প্রভাব ফেলবে—তা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বিশ্ব সম্প্রদায়।

Print
Email

সর্বশেষ সংবাদ

401307
যুক্তরাজ্যের ভিসা নিষেধাজ্ঞা: পরবর্তী ঝুঁকিতে কি বাংলাদেশ?
যুক্তরাজ্যের ভিসা নিষেধাজ্ঞা: পরবর্তী ঝুঁকিতে কি বাংলাদেশ?
401302
বিপিএলের মাঝপথে দেশ ছাড়বেন যেসব পাকিস্তানি ক্রিকেটার
বিপিএলের মাঝপথে দেশ ছাড়বেন যেসব পাকিস্তানি ক্রিকেটার
401297
ভোট দিতে নিবন্ধিত ৮ লাখ ৪৫ হাজারের বেশি প্রবাসী
ভোট দিতে নিবন্ধিত ৮ লাখ ৪৫ হাজারের বেশি প্রবাসী
Screenshot_40
হাদি হত্যাকাণ্ড: উত্তাল সিলেটের রাজপথ
হাদি হত্যাকাণ্ড: উত্তাল সিলেটের রাজপথ
Screenshot_9
যুক্তরাজ্যে তরুণদের জন্য বেতনভিত্তিক সামরিক ‘গ্যাপ ইয়ার’ কর্মসূচির উদ্যোগ
যুক্তরাজ্যে তরুণদের জন্য বেতনভিত্তিক সামরিক ‘গ্যাপ ইয়ার’ কর্মসূচির উদ্যোগ
cc2eb596482584cbb5d9f83474276ada2c24ca78d37b2bac
সিলেটে ১১ দেশের ১০০ প্রবাসীকে দেওয়া হলো প্রবাসী সম্মাননা
সিলেটে ১১ দেশের ১০০ প্রবাসীকে দেওয়া হলো প্রবাসী সম্মাননা

সম্পর্কিত খবর