সিলেটসহ সারাদেশে লুণ্ঠিত পুলিশের অস্ত্র ও গোলাবারুদ দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার করতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের সঠিক সন্ধান দিলে তথ্যদাতাকে নির্ধারিত অঙ্কের পুরস্কার প্রদান করা হবে।
বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লুণ্ঠিত পিস্তল ও শটগান উদ্ধারে তথ্য দিলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধারে ১ লাখ টাকা, এসএমজি উদ্ধারে দেড় লাখ টাকা এবং এলএমজি উদ্ধারে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতি রাউন্ড গুলির তথ্যের জন্য ৫০০ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাদের কাছে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য রয়েছে, তারা যেন নিকটস্থ থানায় যোগাযোগ করেন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধভাবে ছড়িয়ে পড়া অস্ত্র ও গোলাবারুদ দ্রুত উদ্ধার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক আন্দোলন চলাকালে সিলেট মহানগরীর বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে মোট ১০১টি বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়ে যায়। এরই মধ্যে কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকিগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।