আমির বিন গোলাম রব্বানি, দিরাই
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও গনতন্ত্রের প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়, বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা নাছির উদ্দীন চৌধুরী এর পক্ষ থেকে ঘোষিত দিরাই শাল্লার প্রতিটি ইউনিয়নে ‘দুআ ও উঠান বৈঠক’ কর্মসূচির অংশ হিসেবে আজ ৮ জানুয়ারি, বৃহস্পতিবার, রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে উঠান বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে।
রফিনগর ইউনিয়নের সাধারণ মানুষ এবং তৃণমূল নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি রূপ নেয় বিসাল জনসমাবেশে। রফিনগরের বিভিন্ন অঙ্গসংগনের নেতাকর্মী এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
বেলা তিনটায় বৈঠক শুরু হওয়ার মুহূর্তে জনসাধারণের ভিড়ে পুলকিত হয়ে নাছির চৌধুরী তাঁর ফেসবুক পেইজে এই অনুষ্ঠানকে “বিপ্লবের আরেক নাম রফিনগরের বাংলাবাজার” হিসেবে প্রশংসা করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জননেতা নাছির চৌধুরী উপস্থিত জনগণকে আশ্বস্ত করেন, তিনি নির্বাচিত হলে উন্নয়ন, চাকরি সৃষ্টি এবং গনতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি ঘুষ-দুর্নীতি রোধ করবেন। তিনি তাঁর নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যও দুআর আহ্বান জানান।
বক্তৃতা শেষে অনুষ্ঠানটি সমাপ্তির পূর্বে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীর কল্যাণে বিশেষ দুআ করা হয়।
উল্লেখ্য, আগামি ৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, সকাল ১১ ঘটিকার সময় দিরাই থানা পয়েন্টে জনসমাবেশের মধ্য দিয়ে জনাব নাছির চৌধুরী দুআ ও উঠান বৈঠক কর্মসূচির সমাপ্তি হবে।