ঐতিহ্যবাহী লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য গত ৭ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে দুটি অ্যালায়েন্স ও একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩১ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে সাঈম-সালেহ-হান্নান পরিষদ থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাঈম চৌধুরী। তাঁর প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন—
সিনিয়র সহসভাপতি: মোহাম্মদ আব্দুল কাইয়ুম
সহসভাপতি: সালাউদ্দিন শাহিন
সেক্রেটারি: সালেহ আহমদ
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: আব্দুল কাদের মুরাদ
ট্রেজারার: মো. আব্দুল হান্নান
অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার: এখলাছুর রহমান পাক্কু
ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি: আফজাল হোসেন
মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি: আব্দুস সাত্তার মিশু
ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি: ডা. আনিসুর রহমান
ইসি সদস্য: সারোয়ার হোসেন, জেরিন চৌধুরী, লোকমান হোসেন কাজী, সৈয়দ রুম্মান ও ফজলে রহমান পিনাক।
অন্যদিকে তারেক-আকরাম-শাহনাজ পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক চৌধুরী। তাঁর প্যানেলের প্রার্থীরা হলেন—
সিনিয়র সহসভাপতি: তাইসির মাহমুদ
সহসভাপতি: রেজাউল করিম মৃধা
সেক্রেটারি: আকরামুল হোসেন
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: জাকির হোসেন কয়েস
ট্রেজারার: শাহনাজ সুলতানা
অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার: ইব্রাহিম খলিল
ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি: আলাউর শাহীন
মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি: ফয়সল মাহমুদ
ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি: রুপি আমিন
ইসি সদস্য: সাহিদুর রহমান সোহেল, এনাম চৌধুরী, হাসনাত চৌধুরী, সাজু আহম্মেদ ও আবু তালেব সবুজ।
এ ছাড়া সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আহাদ চৌধুরী বাবু।
নির্বাচনকে ঘিরে প্রবাসী সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।