বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংখ্যালঘু, আদিবাসীসহ নারী-পুরুষ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে সংস্থাটি।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর হোটেল রেনেসান্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতির হার দেখেই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হয়েছে, তা মূল্যায়ন করা যাবে।
এ বিষয়ে আগাম কোনো মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন।