Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

দায়িত্ব পালনের চাপ ও বিতর্কের প্রেক্ষাপটে ডাকসু ছাড়ার ঘোষণা সর্বমিত্র চাকমার

ডেস্ক সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা। শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি দায়িত্ব পালনের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেছেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল পৌনে তিনটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান সর্বমিত্র। একই পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ও জিমনেসিয়াম এলাকায় সংঘটিত একটি ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চান।

পোস্টে সর্বমিত্র চাকমা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং দায়িত্ব গ্রহণের শুরু থেকেই ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যেই কাজ করেছেন। এ লক্ষ্যে ক্যাম্পাসে নিবন্ধিত রিকশা চালু, যানবাহন নিয়ন্ত্রণসহ একাধিক প্রস্তাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়েছিল বলে জানান তিনি।

কেন্দ্রীয় খেলার মাঠের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে সর্বমিত্র বলেন, ওই এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই, এমনকি সিসি ক্যামেরাও স্থাপন করা হয়নি। ফলে সেখানে নারী শিক্ষার্থীরা নানা ধরনের হয়রানি ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। তাঁর দাবি, মোবাইল ও মানিব্যাগ চুরি, সাইকেল চুরিসহ নানা অপরাধ নিয়মিত ঘটছে এবং বহিরাগতদের কারণে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারছেন না।

তিনি আরও অভিযোগ করেন, ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন দেয়াল সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও সংশ্লিষ্ট ফাইল প্রশাসন থেকে ফেরত আসায় কাজটি বাস্তবায়ন হয়নি। এতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হয়নি।

ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে সর্বমিত্র জানান, ঘটনাটি গত মাসে ঘটে, যখন ক্যাম্পাসে চুরি ও ছিনতাইয়ের ঘটনা হঠাৎ বেড়ে যায়। তিনি স্বীকার করেন, কানে ধরে উঠবস করানোর পদ্ধতি ভুল ছিল। তবে প্রশাসনিক স্থবিরতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ওই সময় কঠোর পদক্ষেপ ছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে তাঁর মনে হয়েছিল।

পোস্টে তিনি লেখেন, তাঁর সব ভাবনা ও প্রচেষ্টার কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। একাধিক সমস্যার সমাধানে তিনি একাই উদ্যোগ নিয়েছেন, এমনকি দায়িত্বের সীমা অতিক্রম করেও কাজ করেছেন। তবে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আইনগত সীমার বাইরে যেতে হওয়ায় তা তাঁর ব্যক্তিগত ও মানসিক জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে।

সবশেষে সর্বমিত্র চাকমা জানান, তিনি কোনো অভিমান বা চাপের কারণে নয়, বরং বাস্তবতা বিবেচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে কাজ করা কঠিন নয়, প্রায় অসম্ভব হয়ে ওঠে—সেখানে পদ আঁকড়ে ধরে রাখার কোনো যুক্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।

Print
Email

সর্বশেষ সংবাদ

DUCSU-2601260931
দায়িত্ব পালনের চাপ ও বিতর্কের প্রেক্ষাপটে ডাকসু ছাড়ার ঘোষণা সর্বমিত্র চাকমার
দায়িত্ব পালনের চাপ ও বিতর্কের প্রেক্ষাপটে ডাকসু ছাড়ার ঘোষণা সর্বমিত্র চাকমার
nasiruddin 27012026-01
প্রচারণাকালে ডিম নিক্ষেপ ও হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারীর
প্রচারণাকালে ডিম নিক্ষেপ ও হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারীর
oooo
নিপা ভাইরাস আতঙ্কে অনিশ্চয়তায় ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন
নিপা ভাইরাস আতঙ্কে অনিশ্চয়তায় ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন
New Project
লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে তারেক-আকরামুল-হান্নান
লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে তারেক-আকরামুল-হান্নান
167249
কচুরিপানার আগ্রাসনে হুমকিতে শাপলা বিলের সৌন্দর্য
কচুরিপানার আগ্রাসনে হুমকিতে শাপলা বিলের সৌন্দর্য
167240
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা

সম্পর্কিত খবর