Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মুম্বাইয়ে আঘাতে আহত শাকিব খান

আঘাতে আহত শাকিব খান
ডেস্ক সংবাদ

ঢাকাই কিং শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছে ভারতের মুম্বাইয়ে। গত মাসের ২০ তারিখ থেকেই শুরু হয়েছে সিনেমাটির কাজ। যদিও শুরুতে নায়ক ছাড়াই কয়েকটি দৃশ্যের শুটিং পর্ব শেষ হয়। তবে শুটিং চলছিল ঠিকঠাক এরই মধ্যে জানা গেছে তিনি আঘাত পেয়ে আহত হয়েছেন।
শুটিং ফ্লোরের একটি দরজায় আঘাত লেগে তিনি আহত হয়েছেন। চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে বলেই জানা গেছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক মেহেদী হাসান।
মেহেদী হাসান বলেন, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন।
পরিচালক বলেন, ‘আঘাতে আহত শাকিব খান র পেশাদারি মনোভাব আমাদের সবাইকে বিস্মিত করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ট্রিটমেন্টের পর আবার শুটিং হাউসে ফিরি। তার আগে অবশ্য ভেবেছিলাম, ওই দিনের মতো শুটিং বন্ধ রাখব, যাতে শাকিব ভাই বিশ্রাম নিতে পারেন। কিন্তু তিনি আমাদের অবাক করে দিয়ে বললেন, “চলো, শুটিং করে ফেলি।” সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত আমরা শুটিং করেছি। পরদিন আবার পূর্বপরিকল্পনামতো আমাদের শুটিং হয়েছে।’
এর আগে বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক মহেশ ভাটকে দেখা গেছে ‘বরবাদ’ সিনেমার শুটিং সেটে। গত ২৪ অক্টোবর মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলাকালে মহেশ ভাট উপস্থিত হয়েছিলেন। এসময় ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দেখা হয় এই নির্মাতার।
শাকিবের সঙ্গে ‘বরবাদ’-এ দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে।
অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং হবে ভারতে।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_8
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
sreepur-police-20251120202417
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
cough-1-20251122115047
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
conflict-20251122143519
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
6c994017422b0bc69c899f085c2d70faa62f8af3788cb1a3
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
542534d4dafb91ec5355a70c3f46e46fb59fe17bbff6322b
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা

সম্পর্কিত খবর