জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদবির নাম পরিবর্তনের পাশাপাশি জনপ্রশাসন কাঠামোয় ব্যাপক সংস্কারের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। গত জুলাই মাসে প্রধান উপদেষ্টার কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগকে ১০টি সুপারিশ পাঠায়, যার মধ্যে উল্লেখযোগ্য এই পদবির পরিবর্তন। নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়গুলো কাজ শুরু করেছে, যা বাস্তবায়িত হলে প্রশাসনিক কাঠামো আমূল পরিবর্তিত হবে।
কমিশনের সুপারিশ অনুসারে নতুন একটি সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস) গঠন করা হবে, যেখানে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ দিতে পারবেন। এসইএসের আওতায় থাকবে উপ-সচিব থেকে সচিব পর্যন্ত সব পদ।
একজন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা জানান, ডিসির পদবি ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’ এবং ইউএনওর পদবি ‘উপজেলা কমিশনার’ করা হবে। জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এসব পরিবর্তনের দায়িত্বে থাকবে এবং প্রক্রিয়া অনুসারে কাজ সম্পন্ন করা হবে।
এসইএস গঠনের মাধ্যমে উপ-সচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত পদে মেধাবী ও দক্ষ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা হবে। নির্বাচনের জন্য পাবলিক সার্ভিস কমিশন বার্ষিক প্রতিযোগিতামূলক পরীক্ষা নেবে, যার মাধ্যমে এসইএসে অন্তর্ভুক্ত হওয়া যাবে। এই পরীক্ষায় একবারে ফেল করলে পরের ব্যাচে পুনরায় অংশগ্রহণের সুযোগ থাকবে, তবে ধারাবাহিকভাবে দুইবার ফেল করলে আর সুযোগ পাবেন না।
বর্তমান উপ-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে কর্মরত সবাই এসইএসে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হবেন। এছাড়া সচিব ও মন্ত্রিপরিষদ সচিবও এই সার্ভিসের সদস্য হবেন। মন্ত্রিসভা থেকে নির্বাচিত কমিটি অতিরিক্ত সচিবদের মধ্যে থেকে সচিব ও সচিবদের মধ্যে থেকে মুখ্য সচিবের প্রস্তাব দেবে।
এসইএস গঠনের পর প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সহকারী কমিশনার থেকে জেলা কমিশনার (বর্তমানে জেলা প্রশাসক), অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পাবেন। ‘অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)’ পদ পরিবর্তন করে ‘অতিরিক্ত জেলা কমিশনার (ভূমি ব্যবস্থাপনা)’ করার প্রস্তাব রয়েছে।
জনপ্রশাসনের দক্ষতা, জনমুখিতা, শিক্ষার্থীবান্ধবতা ও জবাবদিহিতার লক্ষ্যে ২০০টিরও বেশি সংস্কার সুপারিশের বাস্তবায়ন শুরু হয়েছে। বর্তমানে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তা উপ-সচিব পদে থাকলেও, কর্মকর্তারা শতভাগ পদোন্নতির দাবি জানিয়ে আসছেন।
— কালের কণ্ঠ