বাংলাদেশের ক্রিকেটে ঐতিহ্যবাহী শক্তিশালী অঞ্চল সিলেট এবার নারীদের উইমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ১৪তম আসরেও দৃশ্যমান ভূমিকা রাখছে। প্রথমবারের মতো সিলেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছেন সেলীনা আক্তার চৌধুরী, যা নারী হিসেবে টিম সিলেটের ইতিহাসে প্রথম।
অভিজ্ঞ কোচ মোহাম্মদ আল ওয়াদুদ সুইট ও পিন্টু কুমার বৈদ্যের সঙ্গে সেলীনা নেতৃত্ব দিচ্ছেন সিলেটের নারী ক্রিকেটারদের। সেলীনা আক্তার সিলেট ভয়েস–এর প্রকাশক এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সিলেট সুরমা ক্রিকেট একাডেমির যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করছেন। নারী ক্রিকেটের উন্নয়নে তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।
এক প্রতিক্রিয়ায় সেলীনা বলেন, “সিলেটের মেয়েদের প্রতিভা আছে, প্রয়োজন শুধু সঠিক সুযোগ ও অনুশীলনের পরিবেশ।” তিনি জানান, মেয়েদের ক্রিকেটের জন্য সিলেটে কোনো পূর্ণাঙ্গ কাঠামো না থাকায় তারা পিছিয়ে পড়ছে। তার স্বপ্ন—সিলেটে নারী ক্রিকেটারদের জন্য একটি পূর্ণাঙ্গ একাডেমি প্রতিষ্ঠা করা, যেখানে বিশেষজ্ঞ কোচিং, নিয়মিত ম্যাচ আয়োজন, পুষ্টি ও মানসিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
এবারের এনসিএলে সিলেট দলে রয়েছেন: শারমিন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, রিয়া আক্তার শিখা, অরিত্রি নির্জনা মণ্ডল, সাথী রানী বর্মন, নুসরাত জাহান সামান্তা, শারমিন আক্তার ছোয়া, পূজা চক্রবর্তী, লাবণী আক্তার ও আফরিন আক্তার মীম।
১৪তম এনসিএল আয়োজিত হয়েছে মিরপুর বিকেএসপিতে। ৮ নভেম্বর শুরু হওয়া এই আসর চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
সিলেটের জকিগঞ্জের গনিপুর গ্রামের একটি সম্মানিত পরিবারে জন্ম সেলীনা আক্তারের। শৈশব থেকেই নেতৃত্বগুণে আত্মবিশ্বাসী তিনি বর্তমানে ব্যবসা, গণমাধ্যম এবং ক্রীড়া সংগঠনে সমান দক্ষতায় কাজ করছেন। তার স্বামী আবুল কালাম একজন পরিচিত আমদানি-রপ্তানি ব্যবসায়ী। তিন সন্তানের এই দম্পতি সিলেটে ব্যবসা ও ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ।
তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন—
-
সিলেট সুরমা ক্রিকেট একাডেমির জয়েন্ট সেক্রেটারি
-
বাংলাদেশ স্পোর্টস সাপোর্টারস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক
-
ইকো ক্রিকেটার্স ফাউন্ডেশনের পরিচালক
-
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে প্রযোজক
-
রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন প্রেসিডেন্ট
-
সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা
এনসিএলে টিম ম্যানেজার হিসেবে নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।