Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

তারেক রহমানের সিলেট সফরসূচি

ডেস্ক সংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এর মধ্য দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি।

শনিবার বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন রয়েছে এবং একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে দলীয় পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাওয়াটাই স্বাভাবিক। তিনি জানান, ২২ জানুয়ারি থেকে বিএনপি তাদের সব ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামবে।

তবে ভোটের প্রচারণা নিয়ে বিস্তারিত কিছু জানাননি বিএনপি চেয়ারম্যান।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এর অংশ হিসেবে তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করবেন।

সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার সময় তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন। এর ধারাবাহিকতায় মৌলভীবাজারে একটি জনসভা এবং শ্রীমঙ্গলে একটি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।

উল্লেখ্য, ঐতিহ্যগতভাবে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই বিএনপি নির্বাচনী প্রচারণা শুরু করে থাকে।

এদিকে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ওইদিন তিনি আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উত্তরবঙ্গ সফরের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

58c5ad663f46876bf1b43a740e1f676a
তারেক রহমানের সিলেট সফরসূচি
তারেক রহমানের সিলেট সফরসূচি
-1 copy
ওসমানী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রেমি এমবিই এওয়ার্ডে ভূষিত
ওসমানী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রেমি এমবিই এওয়ার্ডে ভূষিত
-20260110120706
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে
402101
বিএনপি-জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে—নতুন করে আলোচনা
বিএনপি-জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে—নতুন করে আলোচনা
Screenshot_16
পরীক্ষার্থীর কান থেকে উদ্ধার ডিভাইস, গাইবান্ধায় আটক ৫১
পরীক্ষার্থীর কান থেকে উদ্ধার ডিভাইস, গাইবান্ধায় আটক ৫১
166838
সিলেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে জুয়া, ৩ জন আটক
সিলেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে জুয়া, ৩ জন আটক

সম্পর্কিত খবর