লন্ডনের মাইলয়েন্ড স্টেডিয়ামে গতকাল রোববার ঈদুল আজহার নামাজ খোলা মাঠে অনুষ্ঠিত হয়।
ঈদুল আজহা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যুক্তরাজ্যে উদযাপিত হয়েছে গতকাল রোববার। দেশটির বিভিন্ন মসজিদ এবং খোলা মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
লন্ডনের বৃহত্তম ঈদের জামায়াতটি অনুষ্ঠিত হয়েছে রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে, যেখানে স্থানীয় সময় সকাল ৭টায় জামায়াত শুরু হয়ে এক ঘণ্টা পর পর ছয়টি জামায়াত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি জনগণের বসবাসকৃত টাওয়ার হ্যামলেটসের ইস্ট লন্ডন মসজিদ এবং ব্রিকলেন মসজিদে চারটি ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ব্রিকলেন মসজিদে সকাল ১০টায় জামায়াতে অংশগ্রহণ করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।
এছাড়াও, লন্ডনের মাইলয়েন্ড স্টেডিয়াম, ইলফোর্ডের ভ্যালেন্টাইন পার্ক, গুডমেইজ পার্ক, বার্কিংয়ের আবে পার্কসহ অন্যান্য শহরগুলিতেও খোলা মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।
লন্ডন ছাড়াও, বাংলাদেশি অধ্যুষিত যুক্তরাজ্যের বিভিন্ন শহর যেমন লোটন, বার্মিংহাম, ওল্ডহাম, ম্যানচেস্টার, সান্ডারল্যান্ড, ব্রাডফোর্ড, নিউক্যাসল, কার্ডিফ, গ্লাসগো ও এডিনবরায় বিপুল সংখ্যক মুসল্লি ঈদ জামায়াতে অংশগ্রহণ করেন। ঈদের জামায়াত শেষে, মুসল্লিদের জন্য বিনামূল্যে খাবার এবং শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা ছিল।
প্রতি ঈদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সাধারণত শুভেচ্ছা জানান, তবে এবারের ঈদে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পক্ষ থেকে কোন শুভেচ্ছাবার্তা আসেনি। তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটেও কোন বার্তা দেখা যায়নি।
তবে, লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “লেবার পার্টির পক্ষ থেকে আমি ব্রিটেন ও বিশ্বের মুসলমানদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাই।”
বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম যুক্তরাজ্যে বসবাসকারী সকল প্রবাসী বাংলাদেশিদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদুল আজহা আমাদের জীবনে আত্মত্যাগের মহিমা নিয়ে আসুক এবং ধনী-গরিব সবাইকে সুখ, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনুক।”
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান ঈদের শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল আজহা নবী ইব্রাহিমের প্রতি শ্রদ্ধা ও তাঁর পুত্র ইসমাইলের প্রতি উৎসর্গের উপলক্ষ। এটি দরিদ্রদের সাহায্য করার একটি সুযোগ, এবং এই ঈদ সকলের জন্য আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক।”
বার্কিং অ্যান্ড ডেগেনহ্যামের মেয়র মইন কাদরী এবং ওয়ার্ডিং কাউন্সিলের মেয়র ইবশা চৌধুরী সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।