Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ওল্ডহাম সিটি কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির জয়জয়কার

ডেস্ক সংবাদ

ওল্ডহাম সিটি কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির বিজয়

ওল্ডহাম সিটি কাউন্সিল নির্বাচনে লেবার পার্টি আবারও সাড়া ফেলেছে। কোল্ডহার্স্ট ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন কাউন্সিলর সুরজান রুজি স্বপ্না, কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই, এবং কাউন্সিলর আব্দুল মালিক।

লেবার পার্টি আগেই কোল্ডহার্স্টের জন্য একটি শক্তিশালী নির্বাচনী দল ঘোষণা করেছিল। ৪ মে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা যায়, কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই সর্বোচ্চ ২৭৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। দ্বিতীয় অবস্থানে ছিলেন আব্দুল মালিক, যিনি ২২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তৃতীয় অবস্থানে থেকে ২১০৭ ভোটে জয়ী হয়েছেন সুরজান রুজি স্বপ্না।

এই তিনজন এর আগেও কোল্ডহার্স্টের বাসিন্দাদের জন্য জীবনযাত্রার মান উন্নয়ন, আবাসন সমস্যা সমাধানসহ নানা গুরুত্বপূর্ণ কাজে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

তাদের এই বিজয়ে স্থানীয় কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। নির্বাচিত কাউন্সিলরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

নির্বাচনের পর ওল্ডহ্যাম বাংলা নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় নির্বাচিত কাউন্সিলররা জানান, “লেবার পার্টি সবসময় কোল্ডহার্স্টের মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জীবনযাত্রার ব্যয়ের চাপ মোকাবিলায় আমরা আমাদের প্রচেষ্টা আরও জোরদার করবো।

Print
Email

সম্পর্কিত খবর

প্রবাসীদের জন্য বাড়ল ঋণ সুবিধা
ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটির উদ্যোগে কার্যকরী কমিটির মিটিং ও সভা অনুষ্ঠিত
ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটি ইউকে’র কমিটি গঠন
ওল্ডহ্যামে বৃটিশ বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদান
রোজডেল মেট্রোপলিটন কাউন্সিল মেয়রের আমন্ত্রণে মতবিনিময় সভা
ওল্ডহাম সিটি কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির জয়জয়কার