Uk Bangla Live News

শিরোনাম:

বর্ষার বিদায়, শীতের আগমনী বার্তায় বইছে হিমেল হাওয়া

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা সারা দেশ থেকে বিদায় নিয়েছে। লঘুচাপের জন্য তাপমাত্রা কিছুটা কম।

এখন অপেক্ষা শীতের হিমেল হাওয়ার।
আবহাওয়াবিদরা বলছেন, শীতের হিমেল হাওয়া পুরোপুরি আসতে অক্টোবর পেরিয়ে যাবে।
তবে গ্রামাঞ্চলে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। ভোরের কুয়াশায় মিলছে শীতের আগমনী বার্তা।
তবে তুলে রাখা মোটা কাপড়ের প্রয়োজন এখনো আসেনি। অক্টোবর মাসজুড়েই থাকতে পারে বৃষ্টির প্রভাব।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
বুধবার খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার রাজশাহী, ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

Print
Email

সম্পর্কিত খবর

বীর মুক্তিযোদ্ধা মতিয়া চৌধুরী আর নেই
হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে উত্তাল ঢাকা
দুই পরীক্ষার্থীর মধ্যে দু'জনই অকৃতকার্য
বর্ষার বিদায়, শীতের আগমনী বার্তায় বইছে হিমেল হাওয়া
সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৭৭.৭৮ শতাংশ
পিএসসির চেয়ারম্যান ও চার সদস্যের শপথ দুপুরে
আজ এইচএসসির ফলাফল প্রকাশ
সিলেট এসে পৌছেছেন বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান মিজান
যৌথবাহিনীর অভিযানে জাফলংএ ৭শ নৌকাসহ বালু পাথর জব্দ