Uk Bangla Live News

শুক্রবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত রাঙ্গামাটি

ডেস্ক সংবাদ

দীর্ঘ ২৪ দিনের নিষেধাজ্ঞা শেষে ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে পর্যটন নগরী রাঙ্গামাটি। এছাড়া ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটি ভ্রমণে সব ধরনের বিধি নিষেধ তুলে নেওয়া হবে। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে বর্তমানে কোনো সমস্যা নেই।
তিনি আরও বলেন, যেহেতু খাগড়াছড়িতে বিধিনিষেধ আগামী ৫ নভেম্বর থেকে তুলে নেয়া হবে, তাই আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।
সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা) মো. শামীম হোসেনসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী, উদোক্ত্যা ও সাংবাদিকরা।
এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে রাঙ্গামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এর আগে গত ৬ অক্টোবর রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। সেখানে অনিবার্য কারণবশত পর্যটকদের ৮ অক্টোবর হতে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত সমগ্র রাঙ্গামাটি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

Print
Email

সম্পর্কিত খবর

হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার টাকা
শুক্রবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত রাঙ্গামাটি
দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় ৭ কলেজের শিক্ষার্থীরা
ইলিশ নিয়ে ২২দিনের নিষেধাজ্ঞা
মন্ত্রণালয়কে শীতে এসির ব্যবহার পরিহারের নির্দেশ
ঘরে বসেই আয়কর জমা দেওয়ার আহবান প্রধান উপদেষ্টা
ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে উত্তাল সাগর
নিষিদ্ধ হলো ছাত্রলীগ
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’ নিম্নচাপে পরিণত
আসছে ঘূর্ণিঝড় ডানা