Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি

সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৬১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
ডেস্ক সংবাদ

সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৬১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রখ্যাত দানবীর ড. রাগীব আলীকে সভাপতি ও মিফতাহ সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের পরামর্শ ক্রমে ক্লাবের আজিবন সভাপতি দানবীয় রাগিব আলী এই কমিটির অনুমোদন করেন।
কমিটিতে অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সহ-সভাপতি আফসর আহমদ, আব্দুল জব্বার জলিল, আব্দুল হাই, আব্দুর রহিম, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, ফখরুল ইসলাম ফারুক, হাজী সিদ্দিকুর রহমান, হুসেন আহমদ, বিশ্বজিৎ দে রায়, জাবেদ আহমদ।
যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক সারোয়ার চৌধুরী, জহিরুল কবির চৌধুরী শিরু ও ফখরুছ সালেহিন নাহিয়ান।
সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ নান্নু ও দেওয়ান সাকিব। কোষাধ্যক্ষ আক্কাস উদ্দিন আক্কাই, প্রচার সম্পাদক সাজ্জাদুর রহমান, সমাজসেবা সম্পাদক মাহবুর আলম মিসবাহ, দপ্তর সম্পাদক সোহেল আহমদ ও সাংস্কৃতিক সম্পাদক পলাশ।
সদস্য আরিফুল হক চৌধুরী, নজরুল ইসলাম বাসন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আলম নুরি রাহেল, ডা: আযহারুল ইসলাম রানা, দুলাল আহমদ, ফাত্তাহ বকসি, আব্দুস সামাদ, আব্দুল মুমিন মামুন, আহাদ চৌধুরী শামীম, শফিকুর রহমান, জমির উদ্দিন, ইমরান আজাদ, কবির উদ্দিন, জামিল আহমদ, আব্দুল কাদির, নাজিম উদ্দিন আহমদ পান্না, আবু সাইদ তায়েফ, মারুফ আহমদ টিপু, রাহাত বক্ত রান্ধু, সাইদুর রহমান রিদয়, আব্দুল মন্নান, সোলেমান হোসেন সুমন, মিনহাজুর রহমান রাছেল, বিমল দেব নাথ, সামসুল আলম চৌধুরী আলম, এডভোকেট রাজ্জাক খান, মো: মারুফুল ইসলাম, সায়দুর রহমান সায়মন, তানবির আলম রণি, সিমন আহমেদ সুমন, ফখরুল ইসলাম, কাওসার হুসেন রকি, জিয়াযুর রহমান জিয়া, এডভোকেট সাফওয়ান আহমদ, উবায়দুর রমান সজিব, ইফতেখার আহমদ পাবেল, আজিজ খান সজিব।

Print
Email

সম্পর্কিত খবর

পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে: সিলেটে আইজিপি
সিলেটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে হারিছ চৌধুরীর লাশ
সিলেট গ্যাস ক্ষেত্রে বেতন-ভাতার বৈষম্য খুঁজে পেয়েছে দুদক
বিয়ানীবাজারে আ.লীগ নেতা আশরাফুল গ্রেপ্তার
সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৩
শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
জাফলংয়ের পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
জীবনমুখী ছড়ায় ভরপুর "জীবন-ছড়া"
কারাগার থেকে ব্যারিস্টার সুমন চিঠি
শিক্ষা দিয়ে পৃথিবী জয় করা সম্ভব: শামসুল ইসলাম