Uk Bangla Live News

শিরোনাম:

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হচ্ছে লন্ডনের জনপ্রিয় “LBPC MEDIA CUP”

ইংল্যান্ডে বসবাসরত বাঙালী সাংবাদিকদের প্রানের সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাব এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছর ও এলবিপিসি মিডিয়া কাপ ফুটবল ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৮টি দল।

যুক্তরাজ্যের লন্ডন সিটির ষ্টেপনি গ্রীন মাঠে এই টুর্নামেন্টটি আজ রোববার(১৩ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিট থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে টানটান উত্তেজনা এখন বিরাজ করছে ইউকেতে অবস্থিত সাংবাদিক কমিউনিটির মধ্যে। টুর্নামেন্টটিতে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে।দলগুলো হল, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইউকে বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড,
চ্যানেল এস, বাংলা পোষ্ট, বি অন টিভি, ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড, উইকলি দেশ এবং এস.পি ইউনাইটেড।
এতে টিম স্পন্সর করেছে অত্যন্ত সাড়া জাগানো প্রতিষ্ঠান ইউকে বাংলা মার্কেটপ্লেস ( ইউবিএম) , আব্দুস সামাদ ভ্যানটেজ, ফিষ্ট এক্সপ্রেস, রিয়া, ফিষ্ট এন্ড মিষ্টি, এক্সেল টিউটর,বাংলা কাগজ, কে এস সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহ।
এই টুর্নামেন্ট মূল স্পনসরশীপে রয়েছে ওয়ার্কপারমিট ক্লাউড, শেফ অনলাইন এবং পাঁচভাই রেষ্টুরেন্ট। এলবিপিসি মিডিয়াকাপে ইউকেবাংলা ফ্রেন্ডস ইউনাইটেড দল এবার অংশগ্রহণ করায় অত্যন্ত আনন্দিত টুর্নামেন্টের আয়োজক বৃন্দ।
এই দলের টিম ম্যানেজার মো. রুহুল বলেছেন, এই টুর্নামেন্টের জন্য তারা মুখিয়ে আছেন, এবং তারা আশা করছেন তাদের দলের প্লেয়ারদের ভালো একটা কম্বিনেশন রয়েছে। তাই তারা জয়ের ব্যাপারে খুব বেশি আশাবাদী।
এদিকে এই টিমের ক্যাপ্টেন মো. আকরামুল হোসাইন বলেছেন, এত সুন্দর একটি আয়োজনের জন্য লন্ডন বাংলা প্রেসক্লাবের অবদান অনেক বেশি এবং এতে ইউকে তে বসবাসরত সাংবাদিকদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো বৃদ্ধি পাবে।
এদিকে আয়োজকবৃন্দের সাথে কথা বলে জানা যায়, অসংখ্য দর্শক গভীর আগ্রহ নিয়ে রোববারের এই খেলা দেখার জন্য অপেক্ষা করছেন। তারা অংশগ্রহণকারী সকল টিমকে ধন্যবাদ জানান। বিশেষ করে তারুন্য নির্ভর ইউকেবাংলা ফ্রেন্ডস ইউনাইটেড দলকে বিশেষ ধন্যবাদ জানান আয়োজক বৃন্দ।
বাঙ্গালি কমিউনিটির নেতৃবৃন্দ জানান, এই এলবিপিসি মিডিয়ানকাপে খুব উত্তেজনা পূর্ন কিছু ফুটবল অনুষ্ঠিত হতে যা যাচ্ছে।যা উপভোগ করার জন্য মুখিয়ে আছেন এখানকার দর্শকরাও।
উলেখ্য, টুর্নামেন্ট এর ইভেন্ট ম্যানেজমেন্ট এর মূল দায়িত্বে রয়েছে লন্ডন স্পোর্টিফ।

Print
Email

সম্পর্কিত খবর

তুমুল প্রতিদ্বন্ধিতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট
দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হচ্ছে লন্ডনের জনপ্রিয় "LBPC MEDIA CUP"
প্রবাসীদের জন্য বাড়ল ঋণ সুবিধা
যুক্তরাজ্যে UBM Marketplace এর মাধ্যমে সর্বপ্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউবিএম বিজনেস এন্ড এন্ট্রোপ্রোনার এক্সপো ২০২৪
লন্ডনে এশিয়ান বিয়ের খরচ বাড়বে প্রায় দিগুণ পরিমাণ, কেন? | London | Asian Wedding | Expenses Increase
রাজা চার্লসের ক্যান্সার শনাক্ত, জানিয়েছে বাকিংহাম প্যালেস
প্রিন্স হ্যারি যুক্তরাজ্যে আসায় ক্যান্সার শনাক্তের পর প্রথমবার জনসম্মুখে রাজা চার্লস
প্রিন্সেস অব ওয়েলসের ক্যান্সার শনাক্ত, সর্বশেষ যা জানা যাচ্ছে
ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়া বহু বাংলাদেশিকে ফিরতে হবে, কারণ কী?
উৎসাহ উদ্দীপনায় ঈদুল আজহা উদ্‌যাপিত যুক্তরাজ্যে