রোজডেল মেট্রোপলিটন কাউন্সিল মেয়র সৈয়দ আলী আহম্মেদের আমন্ত্রণে ওল্ডহ্যাম ও আশপাশের শহরের বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ রোজডেল মেয়র পার্লারে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মেয়র সৈয়দ আলী আহম্মেদ জানান, মেয়র পদে তার কার্যকাল প্রায় শেষ হতে চলেছে। এ সময় তিনি কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সুযোগ পেয়ে আনন্দিত। তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনসচেতনতামূলক অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি এসব কাজ আগামীতেও অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন সাবেক মেয়র ডেপুটি কাউন্সিলর আব্দুল জব্বার, কাউন্সিলর আব্দুল মালেক, মোহাম্মদ জামাল উদ্দিন, মিজানুর রহমান মিজান, সৈয়দ সাদেক আহম্মেদ, জনায়েদ আহম্মেদ, দেলোয়ার হোসেন, শাহ মুবাশ্বের আলী এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সাবেক মেয়র ডেপুটি কাউন্সিলর আব্দুল জব্বার মেয়র সৈয়দ আলী আহম্মেদের প্রশংসা করে বলেন, তিনি তার দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
কাউন্সিলর আব্দুল মালেক বলেন, ওল্ডহ্যামের উন্নয়ন ও যেকোন সমস্যা সমাধানে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি উন্নয়ন কার্যক্রমে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
One Response
I’m extremely impressed together with your writing abilities and also with the layout to your blog. Is that this a paid subject or did you modify it yourself? Either way keep up the nice high quality writing, it is uncommon to see a great weblog like this one nowadays!