Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ডিএনএ পরীক্ষার নমুনা নিয়ে সিআইডিতে হারিছ চৌধুরীর মেয়ে

ডেস্ক সংবাদ

মরদেহের ডিএনএ পরীক্ষার নমুনা দিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী সিআইডিতে যাচ্ছেন। সোমবার তিনি রক্তের নমুনা দিতে সিআইডিতে যাবেন। এর আগে গত ১৬ অক্টোবর হারিছ চৌধুরীর লাশ উত্তোলন করা হয়।
জানা গেছে, ২০২১ সালে ঢাকার সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর কি না, তা নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। হারিছ চৌধুরীর মেয়ের এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে লাশটি উত্তোলন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। ডিএনএ পরীক্ষার পর মরদেহটি হারিছ চৌধুরীর কি না, সেটি নিশ্চিত হওয়া যাবে।
নিশ্চিত হওয়ার পর তিনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তাই তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করাসহ তাকে দাফনের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে।
এদিকে ডিএনএ নমুনার রক্ত দিতে আজ সিআইডিতে যাচ্ছেন হারিছ চৌধুরীর মেয়ে। তিনি নমুনা দেওয়ার পর হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

Print
Email

সম্পর্কিত খবর

পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে: সিলেটে আইজিপি
সিলেটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে হারিছ চৌধুরীর লাশ
সিলেট গ্যাস ক্ষেত্রে বেতন-ভাতার বৈষম্য খুঁজে পেয়েছে দুদক
বিয়ানীবাজারে আ.লীগ নেতা আশরাফুল গ্রেপ্তার
সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৩
শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
জাফলংয়ের পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
জীবনমুখী ছড়ায় ভরপুর "জীবন-ছড়া"
কারাগার থেকে ব্যারিস্টার সুমন চিঠি
শিক্ষা দিয়ে পৃথিবী জয় করা সম্ভব: শামসুল ইসলাম