Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

প্রধান উপদেষ্টার সাথে সংলাপ চলছে রাজনৈতিক দলগুলোর

ডেস্ক সংবাদ

অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপা চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বেলা আড়াইটায় এসংলাপ শুরু হয়। ছয় সংস্কার কমিশন ও দেশের সার্বিক পরিস্থিতি সামনে রেখে শুরু হচ্ছে এ সংলাপ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা সংলাপ।

জানা গেছে, শনিবার বেলা আড়াইটায় বিএনপি, ৩টায় জামায়াত, সাড়ে ৩টায় গণতন্ত্র মঞ্চ, বিকেল ৪টায় বাম গণতান্ত্রিক জোট, সাড়ে ৪টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সাড়ে ৫টায় এবি পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়।

সংলাপে কতগুলো দলকে ডাকা হয়েছে, তা গতকাল রাত পর্যন্ত জানা যায়নি। তবে ডাক পায়নি আওয়ামী লীগ আমলে সরকারের সুরে কথা বলে গৃহপালিত বিরোধী দলের তকমা পাওয়া জাতীয় পার্টি (জাপা)। আবার হেফাজত রাজনৈতিক দল না হলেও আমন্ত্রণ পেয়েছে। তাদের সঙ্গে সংশ্লিষ্ট নিবন্ধিত খেলাফত মজলিসের দুই অংশ, জমিয়তে উলামায়ে ইসলাম এবং অনিবন্ধিত দলগুলোকে পৃথকভাবে ডাকা হয়নি।

এদিকে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনে সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনে ইফতেখারুজ্জামান, জনপ্রশাসনে আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনে অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দিয়েছে।

গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কারে ছয়টি কমিশন গঠন ও কমিশন প্রধানদের নাম ঘোষণা করেন। ১ অক্টোবর থেকে কমিশনগুলোর কাজ শুরুর কথা থাকলেও তা হয়নি। গত বৃহস্পতিবার রাতে কমিশনগুলোতে সদস্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, কমিশনের প্রধান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে সরকার মতামত নেয়নি। এ কর্মপদ্ধতিকে কালক্ষেপণ বলে মনে করছে কয়েকটি রাজনৈতিক দল। আমন্ত্রণ পাওয়া দলের নেতারা জানিয়েছেন, তারা প্রধান উপদেষ্টার কথা শুনবেন। রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ বিষয়ে সরকারের মনোভাব জানতে চাইবেন।

সংলাপে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বাম গণতান্ত্রিক জোটের (সিপিবি, বাসদ খালেকুজ্জামান, বাসদ (মার্কসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি) সমন্বয়ক মাসুদ রানা, গণতন্ত্র মঞ্চের (জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন) মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান চরমোনাই পীর মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, এবি পার্টির এএফএম সোলায়মান চৌধুরী নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

282731a37bec0592d462a9f1ff0da065e43d1f218826e911
কোরবানির ইতিহাস ও বিধান
কোরবানির ইতিহাস ও বিধান
735232c3d84ce19db967ac66db4bcc938e4673b1767345f9
হামজার ওপর চড়াও প্রতিপক্ষ সমর্থক, বর্ণবাদের শিকার বাংলাদেশি তারকা
হামজার ওপর চড়াও প্রতিপক্ষ সমর্থক, বর্ণবাদের শিকার বাংলাদেশি তারকা
qqq-1
বৃষ্টির নাটকীয়তা শেষে সিলেট টেস্টে নতুন মোড়
বৃষ্টির নাটকীয়তা শেষে সিলেট টেস্টে নতুন মোড়
d830e7f0c7ce847d8c0903c23a62805a4f58748cebccbda7
দুবাইয়ে লটারিতে কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি
দুবাইয়ে লটারিতে কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি
49b710b284ef31d0f18659ec5ed09219c6189aa6a57e3bb6
হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত—জানুন ইসলামের অন্যতম স্তম্ভের গুরুত্বপূর্ণ নির্দেশনা
হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত—জানুন ইসলামের অন্যতম স্তম্ভের গুরুত্বপূর্ণ নির্দেশনা
7f88ac8021aa8107ee259b82d19d67e16c1f1d9069930882
বিশ্ব ধরিত্রী দিবস আজ: পরিবেশ রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান
বিশ্ব ধরিত্রী দিবস আজ: পরিবেশ রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান

সম্পর্কিত খবর