চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত – স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সিলেটের কৃতি সন্তান সুজেয় শ্যাম।
তাঁর মৃত্যুতে গভীর শোক শ্রদ্ধা।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানের সুর করেন সুজেয় শ্যাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়েছে ওই’ গানের সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। গানটির প্রধান কণ্ঠশিল্পী ছিলেন অজিত রায়। এছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সুজেয় শ্যামের অন্য গানগুলোর মধ্যে আছে ‘র*ক্ত দিয়ে নাম লিখেছি’, ‘র*ক্ত চাই র*ক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’ ও ‘শোন রে তোরা শোন’…