Uk Bangla Live News

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
ডেস্ক সংবাদ

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মহাসড়কের চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স লিমিটেড কারখানার ওই শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বকেয়া বেতনের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত অক্টোবর মাসের বকেয়া বেতন এ মাসের ৭ নভেম্বরের মধ্যে দেয়ার কথা থাকলেও এখনো তা পরিশোধ করেননি কর্তৃপক্ষ। এ নিয়ে বার বার শ্রমিকরা আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেন কর্তৃপক্ষ।
জানা যায়, বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্রা ফ্লাইওভারের সংযোগ সড়কের উভয়পাশে অবরোধ করেন। এতে ওই সড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, চন্দ্রা এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ কারণে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

Print
Email

সম্পর্কিত খবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ
স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল আক্তার
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ‘সর্বজনগ্রাহ্য’ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
কাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ
ব্যবসায়ীদের সঙ্গে সরকারের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের
পত্রিকা বন্ধের জন্য চাপ আমরা সমর্থন করি না : নাহিদ ইসলাম
একনেকে ৫টি প্রকল্পের অনুমোদন
ঋণের লোভে এসেছিলেন ঢাকায়, খালি হাতে ফিরেই সংগঠকের বাড়ি ঘেরাও
উত্তপ্ত ঢাকা, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর
ঢাকায় ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা