Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শিরোনাম:

ক্যাম্ব্রিজে আল্লাহর ৯৯ নামের মসজিদ প্রকল্পের ১ম ও ২য় মসজিদের নির্মাণে ব্যাপক সাড়া

ডেস্ক সংবাদ

বাংলাদেশে আল্লাহর ৯৯ নামের মসজিদ প্রকল্পটি আল্লাহর নামে মসজিদ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছে, এবং ইতিমধ্যে নির্মাণাধীন রয়েছে আল্লাহর ১ম নাম “আর রাহমান” নামে মসজিদ এবং ২য় মসজিদ “বায়তুস সালাম” জামে মসজিদ। এই মহান উদ্যোগের অংশ হিসেবে ক্যাম্ব্রিজে একটি ব্যতিক্রমী ফান্ড রেইজিং ইভেন্ট আয়োজন করা হয়।

গত সোমবার (২৪ মার্চ), ক্যাম্ব্রিজের লালবাগ রেস্টুরেন্টে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ২টি মসজিদের নির্মাণের জন্য অর্থ সংগ্রহ এবং প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে ইউকে বাংলা লাইভ নিউজ এবং ইউবিএল টিভি মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রকল্পের ফাউন্ডার এবং সাংবাদিক, তরুণ উদ্যোক্তা আকরামুল হুসাইন । তিনি বলেন, “মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং এটি আধ্যাত্মিক শিক্ষা ও সমাজ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।”

পরে মসজিদ নির্মাণ প্রকল্পের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যেখানে প্রকল্পের উদ্দেশ্য, বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। ভিডিওটি দেখে অতিথিরা আরও উদারভাবে দান করার আগ্রহ প্রকাশ করেন।

এ বছর নতুন ৭ জন লাইফ মেম্বার প্রকল্পে যুক্ত হয়েছেন। তারা £৯৯৯ দান করে প্রকল্পের আজীবন সদস্য হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ক্যাম্ব্রিজের বিশিষ্ট ব্যবসায়ী আফরুজ মিয়া, লন্ডনের তফাজ্জল মিয়া, ইফতার হুসাইন, মজনু মিয়া, মোশাহিদ আলী, ফজলু মিয়া এবং শরীফুজ্জামান সেলিম।

ক্যাম্ব্রিজের এই বিশেষ অনুষ্ঠানে লন্ডন থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিএ-এর প্রেসিডেন্ট তফাজ্জল মিয়া, ৯৯ প্রকল্পের ফাউন্ডার পেট্রন আব্দুস সামাদ ও শরীফ ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবু মিয়া, বিসিএ ক্যাম্ব্রিজ এর প্রেসিডেন্ট এবং ৯৯ প্রকল্পের ফাউন্ডার লাইফ মেম্বার এ হেইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল হাই, লালবাগ রেস্টুরেন্টের সত্তাধিকারী মিফতাউর চৌধুরী লিটন, খালেদ আহমেদ, জিয়াউর চৌধুরী, জাকির চৌধুরী, মোমেন চৌধুরী, মোয়াজ চৌধুরী-সহ অনেকেই।

এছাড়াও, লালবাগ রেস্টুরেন্টের সত্তাধিকারী মিফতাউর চৌধুরী এবং মুমিতুর চৌধুরী বিশেষভাবে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন। এই সহযোগিতার জন্য আগত অতিথিরা তাদের প্রশংসা করেন।

২০২৪ সালে অনুষ্ঠিত ১ম সেহরি নাইট বা ফতা বেলায় যারা সহযোগিতা করেছেন, তাদেরকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। তাদের মধ্যে ছিল গল্প রেস্টুরেন্ট, তাজ তান্দুরি, শিল্পা রেস্টুরেন্ট, ও ফিউশন হাট।

অনুষ্ঠানে কমিউনিটির সদস্যরা প্রকল্পটিকে ইসলামী ভ্রাতৃত্ব ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি, তারা কীভাবে প্রকল্পটি আরও বড় করা যায় এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের উপকারে আসতে পারে সে বিষয়েও আলোচনা করেন।

প্রকল্পের ফাউন্ডার আকরামুল হুসাইন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া করেন যাতে মসজিদের নির্মাণ দ্রুত সম্পন্ন হয় এবং এটি সমাজে শান্তি ও ভালোবাসা ছড়াতে পারে। তিনি লালবাগ রেস্টুরেন্টের সত্তাধিকারী এবং রান্না ও পরিবেশনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান শেষে সেহরি পরিবেশন করা হয়, এবং সেই সাথে ৭ জন নতুন লাইফ মেম্বারসহ প্রায় ৮ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি আসে।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

04int-uk-garbage-01-jfpq-mediumSquareAt3X
"ইংল্যান্ডের ১০০টিরও বেশি ল্যান্ডফিল থেকে বিপজ্জনক বর্জ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা"
“ইংল্যান্ডের ১০০টিরও বেশি ল্যান্ডফিল থেকে বিপজ্জনক বর্জ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা”
58d22591f11c736438b3d64374dd13bee523c88bf0c8bc94
১৪টি ব্যাংকে মোট আড়াইশ কোটি টাকার এফডিআর স্থানান্তর বিসিবির
১৪টি ব্যাংকে মোট আড়াইশ কোটি টাকার এফডিআর স্থানান্তর বিসিবির
image-668454-1682441712
শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’
শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’
2ae78277aa2a940295dbf1b29ddc11cfdb6758c7e7b3b6e1
সকালে যে আমলগুলো করলে সারাদিন কাটবে বরকত ও শান্তিতে
সকালে যে আমলগুলো করলে সারাদিন কাটবে বরকত ও শান্তিতে
c719a98fba2440ee43fc17847766289a9614ecfb0a39dcc4
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি
81a926788db8f289a2d2934b551e8127c2711d318a84f2d8
আধুনিক যুগে হারিয়ে যাওয়া ল্যান্ডফোন: ফিরবে কি পুরনো গতি?
আধুনিক যুগে হারিয়ে যাওয়া ল্যান্ডফোন: ফিরবে কি পুরনো গতি?

সম্পর্কিত খবর