Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জাপা অফিসের সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন

ডেস্ক সংবাদ

পূর্বনির্ধারিত সমাবেশের কর্মসূচি বাতিল করেছে জাতীয় পার্টি। এর আগে রাজধানীর কাকরাইল ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
এরই ধারাবাহিকতায় আজ (শনিবার) সকাল থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে দেখা মেলেনি কোনো নেতাকর্মীর। তবে সকাল থেকেই মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। এছাড়া রয়েছে গণমাধ্যম কর্মীদের আনাগোনা।
ডিএমপি বলছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ও জনগণের জান-মালের নিরাপত্তায় বেলা ১২টার দিকে জাতীয় পার্টির অফিসের সামনে আসে সেনাবাহিনীর দুটি টহল গাড়ি।
সরেজমিনে দেখা যায়, জাতীয় পার্টির অফিসের ঠিক সামনে দাঁড়ানো ও বসা অবস্থায় রয়েছেন ৩০-৩৫ জন পুলিশ সদস্য। অন্যদিকে গণমাধ্যমের কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য কাজ করছেন কার্যালয়ের সামনে।
আগুন দেওয়া ভবনটি খালি পড়ে আছে। উৎসুক জনতা ভবনটির সামনে দিয়ে যাচ্ছেন আর নিজেদের মধ্যে আলোচনা করছেন, কেউ আবার ছবিও তুলে রাখছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এদিকে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে রাজধানীর পাইওনিয়ার রোড ও কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করে।
এতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর ১১১-৭৬)–এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।
এর আগে শুক্রবার দুপুরে বনানীতে পূর্বনির্ধারিত শনিবার সমাবেশ করার ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
ডিএমপির নিষেধাজ্ঞার পরে অনুষ্ঠেয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিত করে জাতীয় পার্টি (জাপা)। শুক্রবার রাতে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত। জাতীয় পার্টিকে তাই কোনোভাবেই সমাবেশ করতে দেওয়া হবে না।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

image-172260-1736915325
টিউলিপ সিদ্দিকের স্থলে দায়িত্ব পেলেন এমা রেনল্ডস
টিউলিপ সিদ্দিকের স্থলে দায়িত্ব পেলেন এমা রেনল্ডস
youn-suk
দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম গ্রেপ্তারকৃত প্রেসিডেন্ট
দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম গ্রেপ্তারকৃত প্রেসিডেন্ট
টাওয়ার হ্যামলেটস
যুক্তরাজ্যের সেরা শহর নির্বাচিত টাওয়ার হ্যামলেটস
যুক্তরাজ্যের সেরা শহর নির্বাচিত টাওয়ার হ্যামলেটস
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাস
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাস
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাস
তনির জীবনসঙ্গীর চিরবিদায়
তনির জীবনসঙ্গীর চিরবিদায়
তনির জীবনসঙ্গীর চিরবিদায়
জাপানে ভয়াবহ ভূমিকম্প: সুনামি সতর্কতা, বিপর্যয় এড়াতে প্রস্তুতি
জাপানে ভয়াবহ ভূমিকম্প: সুনামি সতর্কতা, বিপর্যয় এড়াতে প্রস্তুতি
জাপানে ভয়াবহ ভূমিকম্প: সুনামি সতর্কতা, বিপর্যয় এড়াতে প্রস্তুতি

সম্পর্কিত খবর