Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: কমিশনার সানাউল্লাহ

ডেস্ক সংবাদ

ডিসেম্বরকে ধরেই শুধু জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকারের ভোট করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন। তবে সরকার চাইলে বাধ্য হয়েই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। কমিশন বলছে, এখনও পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বর মাস ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জও দেখছে না কমিশন।
জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকারের নির্বাচন এ নিয়ে রাজনীতির মাঠের আলোচনা যখন তুঙ্গে ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল তাদের বার্তা।
কমিশনার সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকারের ভোট করা সম্ভব নয়। তবে সরকার চাইলে বাধ্য হয়েই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করবে কমিশন।
এর আগে বেলা ১১টায় কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা।
এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
জানা যায়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)৷
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে বিদেশিদূতদের নিয়ে এ বৈঠকে আলোচনাও হয়।
যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর থেকেই জানিয়ে আসছে যে, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী কাজ করছে ইসি।
এদিকে সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ফখরুল জানান, দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও তার সঙ্গে যারা ছিলেন তারাও বলেছেন অতিদ্রুত নির্বাচন ব্যবস্থা করতে কাজ করছেন তারা। তিনি (ড. ইউনূস) বলেছেনও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কাজ করছেন তারা।
এছাড়া জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন বিএনপি মেনে নেবে না বলেও জানান মির্জা ফখরুল।
এদিকে বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, সব রাজনৈতিক দল একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে সরকারের আপত্তি নেই।
তিনি বলেন, জাতীয় নির্বাচন দ্রুত চায় বিএনপি। নির্বাচনের রোডম্যপ চেয়েছে বিএনপি। সরকারের পরিকল্পনা, চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ নাগাদ নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো যেসময় নির্বাচন চায় তখনই নির্বাচন হবে বলেও জানান তিনি।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_14
উবার ইটস, ডেলিভারু ও জাস্ট ইটের অবৈধ কর্মী ঠেকাতে কড়া নিরাপত্তা
উবার ইটস, ডেলিভারু ও জাস্ট ইটের অবৈধ কর্মী ঠেকাতে কড়া নিরাপত্তা
Screenshot_13
অনেকেই ড্রাইভিং পরীক্ষায় হাজির হচ্ছেন না, বাতিল হচ্ছে শত শত টেস্ট
অনেকেই ড্রাইভিং পরীক্ষায় হাজির হচ্ছেন না, বাতিল হচ্ছে শত শত টেস্ট
Screenshot_12
নিরাপত্তার কারণে M11 মহাসড়কে দীর্ঘ যানজট
নিরাপত্তার কারণে M11 মহাসড়কে দীর্ঘ যানজট
Screenshot_8
অনলাইনেই বিক্রি হচ্ছে ছুটির জন্য ভুয়া অসুস্থতার সার্টিফিকেট
অনলাইনেই বিক্রি হচ্ছে ছুটির জন্য ভুয়া অসুস্থতার সার্টিফিকেট
Screenshot_9
বগনর রেজিস আবারও যুক্তরাজ্যের ‘সবচেয়ে খারাপ’ সমুদ্রতীরের তালিকায়
বগনর রেজিস আবারও যুক্তরাজ্যের ‘সবচেয়ে খারাপ’ সমুদ্রতীরের তালিকায়
sylhet-news-25-2402270617
যুক্তরাজ্যে পিতামাতার ছুটি ও বেতন পর্যালোচনার উদ্যোগ
যুক্তরাজ্যে পিতামাতার ছুটি ও বেতন পর্যালোচনার উদ্যোগ

সম্পর্কিত খবর